প্রতিরক্ষামন্ত্রক
দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম
Posted On:
17 DEC 2021 2:46PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৭ ডিসেম্বর, ২০২১
দেশীয় প্রতিরক্ষা সরঞ্জামের দুটি তালিকা ২০২০র ২১ আগস্ট এবং এ বছরের ৩১ মে প্রকাশিত হয়েছে। প্রথম তালিকায় ১০১টি এবং দ্বিতীয় তালিকায় ১০৮টি প্রতিরক্ষা সরঞ্জামের কথা উল্লেখ করা আছে। প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর চাহিদা অনুযায়ী এইসব সামগ্রী শুধু ভারতীয় সংস্থার থেকে কিনতে হবে। ভারতীয় সংস্থাগুলি প্রতিরক্ষা মন্ত্রকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
দেশীয় স্তরে উৎপাদিত সামগ্রী ২০২৫ সালের মধ্যে তৈরি করা হবে। তাই এই মুহুর্তে দেশীয় সামগ্রী কেনার ফলে কতো বিদেশী মুদ্রা সাশ্রয় হবে তা বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে ২০২০ থেকে ২০২৮ সালের মধ্যে ভারতীয় সংস্থাগুলিকে ৩ লক্ষ ৫০ হাজার কোটি টাকার সামগ্রী উৎপাদনের বরাত দেওয়া হবে। এই তালিকায় সাধারণ সরঞ্জামের পাশাপাশি আর্টিলিয়ারি গান, আর্মার্ড ফাইটিং ভেহিকেল্স, লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট, লাইট কমব্যাট হেলিকপ্টারের মতো অত্যাধুনিক সরঞ্জামও রয়েছে।
দেশীয় গোলা-বারুদ সংগ্রহ করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই উদ্যোগগুলির ফলে ভারত সমরাস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম আমদানি করার পরিবর্তে ভবিষ্যতে এইুগলির রপ্তানীকারক দেশ হয়ে উঠবে। এরফলে দেশীয় অর্থনীতির উন্নতি হবে, প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে। উদাহরণ হিসেবে বলা যায় উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুতে যে দুটি প্রতিরক্ষা করিডর গড়ে তোলা হচ্ছে সেখানে আগামীদিনে বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে। ডিআরডিও, ডিডিপি এবং বেসরকারী শিল্প সংস্থাগুলি থেকে বিভিন্ন সরঞ্জামও প্রতিরক্ষা মন্ত্রক সংগ্রহ করবে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীমতি রীতা বহুগুনা যোশী।
CG/CB/NS
(Release ID: 1782863)