যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের চাকরি ও অন্যান্য ভাতা দেওয়া হয়েছে : শ্রী অনুরাগ ঠাকুর
Posted On:
16 DEC 2021 4:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২১
অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের জন্য কেন্দ্রীয় সরকারি চাকরির সংস্থান রয়েছে। কর্মচারী ও প্রশিক্ষণ দপ্তরের নীতি-নির্দেশিকা অনুযায়ী, অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের পাশাপাশি প্রতিভাবান ক্রীড়াবিদরাও স্পোর্টস কোটার মাধ্যমে কেন্দ্রীয় সরকারি চাকরি পেতে পারেন। এজন্য কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে ৫ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। খেলাধুলো রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়। অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের সরকারি চাকরিতে নিযুক্তির ক্ষেত্রে রাজ্য সরকারগুলির নিজস্ব নীতি রয়েছে।
আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় পদক জয়ী ভারতীয় ক্রীড়াবিদ ও তাঁদের প্রশিক্ষকদের কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে নগদ পুরস্কার দেওয়া হয়েছে। সেই অনুসারে ২০২০-র অলিম্পিকে পদক জয়ী ক্রীড়াবিদরাও নগদ পুরস্কার পেয়েছেন।
আন্তর্জাতিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় পদক জয়ী খেলোয়াড়দের নগদ পুরস্কার ও উৎসাহ ভাতা দেওয়ার পাশাপাশি ক্রীড়া প্রশিক্ষকদের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-তে চাকরি দেওয়া হয়েছে। এই প্রশিক্ষকরা সাইয়ের বিভিন্ন কেন্দ্রে প্রশিক্ষক বা সহকারী প্রশিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন।
দেশে খেলো ইন্ডিয়া কর্মসূচির আওতায় ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে ২৬৭টি পরিকাঠামোমূলক প্রকল্প রূপায়ণের প্রস্তাব মঞ্জুর করা হয়েছে। এই ক্রীড়া পরিকাঠামো এশিয়ান গেমস, কমনওয়েল্থ গেমস, অলিম্পিক গেমসের মত আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণে ক্রীড়াবিদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও, খেলো ইন্ডিয়া কর্মসূচির জাতীয় / আঞ্চলিক / রাজ্যস্তরীয় স্পোর্টস আকাডেমিগুলিকে সাহায্যের জন্য ২৩৭টি স্পোর্টস আকাডেমিকে চিহ্নিত করা হয়েছে। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর।
CG/BD/AS/
(Release ID: 1782594)
Visitor Counter : 149