পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

পিইএসএ বিধি রূপায়ণ

Posted On: 15 DEC 2021 3:18PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৫ ডিসেম্বর, ২০২১
 
সংবিধানের সপ্তম তপশিলের (রাজ্য তালিকা) দ্বিতীয় তালিকার পরিপ্রেক্ষিতে ‘পঞ্চায়েত’, ‘স্থানীয় সরকার’ হল রাজ্যের বিষয় । রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজ নিজ পঞ্চায়েতীরাজ আইনের আওতায় থাকা নির্দেশিকা বিবেচনা এবং প্রণয়ন করতে পারে । 
 
পঞ্চায়েত (এক্সটেনশন টু সিডিউল এরিয়া) (পিইএসএ)-এর জন্য খসড়া মডেল বিধিগুলি ২০০৯ সালে পিইএসএ আওতাভুক্ত রাজ্যগুলির মধ্যে প্রচার করা হয় । পিইএসএ-এর কার্যকরি বাস্তবায়ন এবং পঞ্চম তপশিলের আওতাভুক্ত গ্রাম সভা ও পঞ্চায়েতীরাজ প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করে তুলতে 'রাষ্ট্রীয় গ্রামস্বরাজ প্রকল্প'এর আওতায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । গ্রাম পঞ্চায়েতগুলির ক্ষমতা বৃদ্ধি এবং শক্তিশালী করে তোলার জন্য মানব সম্পদ ক্ষেত্রে সহায়তা, প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংস্থা/বেসরকারি সংস্থার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলির সক্ষমতা বৃদ্ধি, পিইএসএ বাস্তবায়নের ক্ষেত্রে পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের মধ্যে সচেতনতা গড়ে তোলার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে । 
 
সম্প্রতি পঞ্চায়েতীরাজ মন্ত্রক পিইএসএ বিধি জারি হওয়ার ২৫ বছর পূর্তি উদযাপনের জন্য চলতি বছরের নভেম্বরে নতুন দিল্লিতে একদিনের জাতীয় স্তরের সম্মেলন আয়োজন করেছিল । সম্মেলনে পঞ্চায়েতীরাজ ও উপজাতি বিষয়ক মন্ত্রীর পাশাপাশি মহারাষ্ট্রের রাজ্যপাল বক্তব্য রাখেন । এমনকি অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হিমাচলপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং তেলেঙ্গানা- এই ছটি রাজ্য পিইএসএ বাস্তবায়নের জন্য নিজ নিজ রাজ্যে নির্দিষ্ট পিইএসএ নিয়ম তৈরি করেছে । 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন পঞ্চায়েতীরাজ প্রতিমন্ত্রী শ্রী কপিল মোরেশ্বর পাটিল । 
 
CG/SS/RAB

(Release ID: 1782041) Visitor Counter : 155


Read this release in: English , Urdu