আয়ুষ

স্থানীয় চিরায়ত ওষুধের ব্যবহার বৃদ্ধির উদ্যোগ

Posted On: 14 DEC 2021 5:27PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ১৪  ডিসেম্বর, ২০২১

 

নর্থ ইস্টার্ন ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ অ্যান্ড ফোক মেডিসিন রিসার্চ (এনইআইএএফএমআর) চিরায়ত পদ্ধতিতে রোগ নিরাময়ের বিভিন্ন প্রক্রিয়া নথিভুক্ত করা এবং সেগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্য পরিষেবায় চিরায়ত পদ্ধতিগুলিকে যুক্ত করার জন্য এনইআইএএফএমআর একটি ব্যবস্থাপনা গড়ে তুলছে যেখানে চিরায়ত পদ্ধতিতে চিকিৎসার শংসাপত্র দেওয়ার সংস্থান থাকছে। আয়ুষ স্বাস্থ্যকেন্দ্রে সম্প্রতি এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে।  

যথাযথভাবে গবেষণা, চিরায়ত পদ্ধতিতে বিভিন্ন জনজাতির চিকিৎসা পদ্ধতির বিষয়ে তথ্য সংগ্রহ করে সেগুলিকে স্বীকৃতি দেওয়া এবং এই পদ্ধতিতে ব্যবহৃত ওষুধ সম্পর্কিত তথ্য সংগ্রহ করার জন্য ২০১২ সালে কেন্দ্র নর্থ ইস্টার্ন ইন্সটিটিউট অফ ফোক মেডিসিন (এনইআইএফএম) গড়ে তোলে। পরবর্তীকালে এ বছরের জুলাই মাসে আয়ুষ মন্ত্রক এর নাম পরিবর্তন করে। নতুন নাম হয় নর্থ ইস্টার্ন ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ অ্যান্ড ফোক মেডিসিন রিসার্চ (এনইআইএএফএমআর)।

আয়ুষ মন্ত্রকের অধীনস্ত স্বায়ত্বশাসিত সংস্থা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স (সিসিআরএএস) ট্রাইবাল হেল্থ কেয়ার রিসার্চ প্রোগ্রামের মাধ্যমে দেশের ১৪টি রাজ্যের ১৪টি প্রতিষ্ঠানের এবং মেডিকো-এথনো বোটানিক্যাল সার্ভে (এমইবিএস)-এর মাধ্যমে ৮টি রাজ্যের ৮টি প্রতিষ্ঠানের সাহায্যে স্থানীয় চিরায়ত চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করেছে। এরপর সেগুলিকে স্বীকৃতি দানের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার ‘ট্র্যাডিশনাল হাট’ গঠনের ধারণা সম্পর্কে অবহিত নয়। তবে এনইআইএএফএমআর দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা পদ্ধতির বিষয়ে সমস্ত তথ্য একত্রিত করার উদ্যোগ নিয়েছে। এই পদ্ধতির বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে নানা সময়ে আলোচনাচক্রের আয়োজন করা হয়ে থাকে।  

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোওয়াল।

 

CG/CB/NS



(Release ID: 1781540) Visitor Counter : 96


Read this release in: English , Urdu