স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য

Posted On: 13 DEC 2021 9:30AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৩  ডিসেম্বর, ২০২১
 
দেশ জুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৩৩ কোটি ১৭ লক্ষ টিকা দেওয়া হয়েছে।                    
ভারতে নতুন করে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৭,৩৫০ জন।
বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৮.৩৭ শতাংশ।                 
গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৭ হাজার ৯৭৩ জন।  
সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ লক্ষ ৩০ হাজার ৭৬৮ জন।              
মোট সংক্রমিতের ১ শতাংশের কম, মাত্র ০.২৬ শতাংশ এখন চিকিৎসাধীন। ২০২০র মার্চের পর এই হার সর্বনিম্ন।
ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৯১ হাজার ৪৫৬ জন, যা ৫৬১ দিনে সর্ব নিম্ন।        
দৈনিক সংক্রমিতের হার গত ৭০ দিন ধরে ২ শতাংশের কম, আজ এই হার ০.৮৬ শতাংশ।
সাপ্তাহিক সংক্রমিতের হার ২৯ দিন ধরে ১ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ০.৬৯ শতাংশ।   
মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ কোটি ৬৬ লক্ষ।
 
 
CG/SS

(Release ID: 1780988) Visitor Counter : 142