উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত এবং অন্যান্যদের মৃত্যুতে উপরাষ্ট্রপতির শোক প্রকাশ
Posted On:
08 DEC 2021 7:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ ডিসেম্বর, ২০২১
উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু তামিলনাড়ুর কুন্নুরের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী শ্রীমতী মধুলিকা রাওয়াত, শীর্ষ সেনা আধিকারিক এবং অন্যান্য সেনা জওয়ানদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
উপরাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজ হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দু মিনিটের নিরবতা পালন করেন। জেনারেল রাওয়াতের বীরত্ব ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে শ্রী নাইডু তাঁর মৃত্যুকে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন এবং হেলিকপ্টার দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক হিসেবে বর্ণনা করেছেন।
উপরাষ্ট্রপতি জানিয়েছেন যে, এই দেশের মানুষ চিরকাল জেনারেল রাওয়াতের নেতৃত্ব এবং দূরদৃষ্টির জন্য ঋণী থাকবে।
CG/SS/SKD/
(Release ID: 1779581)
Visitor Counter : 103