নারীওশিশুবিকাশমন্ত্রক

মহিলা ও শিশু মানব পাচার

Posted On: 08 DEC 2021 3:44PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৮ ডিসেম্বর, ২০২১

 

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) মানব পাচার সহ অপরাধ সংক্রান্ত তথ্য সঙ্কলন করে 'ভারতে অপরাধ' শীর্ষক বিষয়ের ওপর একটি তথ্য প্রকাশ করেছে। এনসিআরবি-এর ওয়েবসাইট https://ncrb.gov.in -তে ২০২০ সাল পর্যন্ত এবিষয়ে সর্বশেষ তথ্য প্রকাশিত হয়েছে। ১০১৮ থেকে ২০২০-র মধ্যে ১৮ বছরের নীচে নারী ও শিশু পাচারের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে ২০১৮ সালে ১৮ বছরের নীচে নারী পাচারের সংখ্যা ছিল ১ হাজার ৬৪ এবং শিশু পাচারের সংখ্যা ছিল ৯৪১। এই সংখ্যা ২০১৯-এ কমে যায়। পরে ২০২০-তে ১৮ বছরের নীচে নারী পাচারের সংখ্যা আরও কমে ৭৮৪ এবং শিশু পাচারের সংখ্যা কমে ৭৫০-এ দাঁড়ায়। 

পুলিশ এবং আইনশৃঙ্খলার বিষয় হলো দেশের সংবিধানের সপ্তম তফশিলের অধীনে রাজ্যের আওতাভুক্ত। আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মানব পাচারের অপরাধ সহ এই ধরণের অপরাধের তদন্ত ও বিচারের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের। এর জন্য যথাযথ আইনও রয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করে রাজ্য সরকারগুলিকে যথাযথ সাহায্য করে চলেছে। ২০২০ সালে স্বরাষ্ট্র মন্ত্রক বর্তমান মানব পাচার প্রতিরোধ ইউনিট (এএইচটিইউ)-তে শক্তিশালী করার জন্য এবং দেশের সমস্ত জেলাকে এর আওতায় নিয়ে আসতে নতুন এএইচটিইউ স্থাপনের উদ্দেশ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আর্থিক সহায়তা প্রদান করেছে। মানব পাচারের অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং সংশ্লিষ্ট পক্ষদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশিকা জারি করেছে। মানব পাচারের আন্তর্জাতিক সমস্যা মোকাবিলায় বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, কম্বোডিয়া এবং মায়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক 'ব্যক্তি পাচার (সুরক্ষা, যত্ন ও পুনর্বাসন)' বিল নামে একটি বিস্তৃত আইন প্রণয়ন করেছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন, কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি।

 

CG/SS/SKD/



(Release ID: 1779579) Visitor Counter : 1233


Read this release in: English , Tamil