সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
প্রবীণ নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুবিধা সংক্রান্ত পোর্টাল
Posted On:
07 DEC 2021 3:58PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ ডিসেম্বর, ২০২১
বছরের পর বছর দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা বেড়ে চলেছে। ১৯৯১ সালে জনগণনা অনুযায়ী প্রবীণ নাগরিকের সংখ্যা ছিল ৫.৭ কোটি। ২০০১ সালে তা বেড়ে হয় ৭.৭ কোটি। ২০১১ সালে জনগণনা অনুযায়ী এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০.৩ কোটি।
সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তর চলতি বছরের পয়লা অক্টোবর 'মর্যাদা পূর্ণ পদে প্রবীণ যোগ্য নাগরিকদের জন্য পুনঃকর্মসংস্থান' শীর্ষক একটি পোর্টাল চালু করেছে। প্রবীণ চাকরি প্রার্থী নাগরিক এবং কর্মসংস্থান প্রদানকারীদের একত্রিত করার জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। একজন প্রবীণ নাগরিক তার যথাযোগ্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা এবং আগ্রহের ক্ষেত্রগুলি নিজে থেকেই এই পোর্টালে নথিভুক্ত করতে পারবেন। যে কোনো চাকরি প্রদানকারীও এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। আগ্রহী এবং যোগ্য প্রবীণ নাগরিকরা -
https://sacred.dosje.gov.in/ পোর্টালে গিয়ে যোগ্যতার মানদণ্ড অনুযায়ী চাকরির জন্য আবেদন করতে পারবেন।
লোকসভাসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
CG/SS/SKD/
(Release ID: 1779075)
Visitor Counter : 156