প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা শিল্প করিডর

Posted On: 03 DEC 2021 2:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ ডিসেম্বর,  ২০২১
 
২০১৮-১৯-এর সাধারণ বাজেটে কেন্দ্রীয় সরকার দেশে দুটি প্রতিরক্ষা শিল্প করিডর স্থাপনের কথা ঘোষণা করে। সরকারের এই ঘোষণা মত সিদ্ধান্ত হয় যে, একটি করিডর উত্তরপ্রদেশে ও অপরটি তামিলনাড়ুতে গড়ে তোলা হবে। এধরণের করিডর গড়ে তোলার উদ্দেশ্যই হল, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে প্রতিরক্ষা সামগ্রীর উৎপাদনে অনুকূল পরিবেশ গড়ে তোলা এবং ২০২৪-২৫ সাল নাগাদ ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ আকৃষ্ট করা। সংশ্লিষ্ট দুই রাজ্য সরকার প্রতিরক্ষা শিল্প করিডর গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জমি, যোগাযোগ ব্যবস্থা ও মৌলিক পরিকাঠামোগত সুযোগ-সুবিধা দিয়েছে। এদিকে, কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানা সহ ৮টি রাজ্যের কাছ থেকে প্রতিরক্ষা শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাব পেয়েছে। অন্ধ্রপ্রদেশের কাছ থেকে এরকম কোন প্রস্তাব আসেনি। দেশে প্রতিরক্ষা শিল্প করিডর গড়ে তোলার উদ্দেশ্যই হল, প্রতিরক্ষা সাজসরঞ্জাম উৎপাদনের অনুকূল বাতাবরণ গড়ে তোলা। 
 
প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক দেশে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর দুটি তালিকা তৈরি করেছে। এই তালিকায় ২০৯টি প্রতিরক্ষা সামগ্রীর কথা উল্লেখ রয়েছে। সেই অনুসারে সেনাবাহিনীর জন্য তালিকাবদ্ধ ওই ২০৯টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির ওপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। মন্ত্রক প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিকীকরণে তহবিলের প্রায় ৬৪ শতাংশ বরাদ্দ করেছে। এদিকে, সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা বাড়িয়ে ৭৪ শতাংশ করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগ, সুযোগ-সুবিধা এবং নিয়ন্ত্রণমূলক বিভিন্ন বিধি-নিষেধ সম্পর্কে লগ্নিকারীদের অবহিত করতে ২০১৮-র ফেব্রুয়ারি মাসে প্রতিরক্ষা বিনিয়োগ সেল গঠন করা হয়। এছাড়াও বিভিন্ন ভারতীয় সংস্থার সঙ্গে দীর্ঘ মেয়াদী ভিত্তিতে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার জন্য ২০১৭-র মে মাসে একটি মডেল প্রকাশ করেছে। বিভিন্ন সংস্থার সঙ্গে এধরণের কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার উদ্দেশ্যই হল দেশে উৎপাদন পরিকাঠামো গড়ে তোলা ও সরবরাহ শৃঙ্খলের প্রসারে প্রযুক্তি হস্তান্তর। 
 
লোকসভায় আজ এক লিখিত জবাবে এ কথা জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভট্ট। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1777720) Visitor Counter : 159


Read this release in: English , Urdu , Tamil