ভূ-বিজ্ঞানমন্ত্রক

ভূমিধ্বসের আগাম সতর্কবার্তা

Posted On: 02 DEC 2021 2:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ ডিসেম্বর, ২০২১
 
খনি মন্ত্রকের অধীনস্ত ভারতের ভূতাত্ত্বিক সর্বেক্ষণ (জিএসআই) বৃটেনের জাতীয় পরিবেশ গবেষণা পরিষদের বৃটিশ জিওলোজিকাল সার্ভের সঙ্গে যৌথভাবে ভূমিধ্বসের আগাম সতর্কবার্তা প্রচারের জন্য একটি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা এবং তামিলনাডুর নীলগিরি জেলায় প্রাথমিকভাবে এই ব্যবস্থাপনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ল্যান্ডশ্লিপ প্রকল্পের আওতায় (www.landslip.org) ২০১৭ সাল থেকে জিএসআই এই ব্যবস্থাপনাকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। ২০২০ সালের বর্ষা মরশুমে জিএসআই দৈনিক ভূমিধ্বস সংক্রান্ত সতর্কবার্তা প্রকাশ করা শুরু করেছে। বিভিন্ন গবেষণা সংস্থার বৈজ্ঞানিকদের এক কনসোর্টিয়ামের সদস্য জিএসআই এ বছর থেকে উত্তরাখন্ড, কেরল ও সিকিমে ভূমিধ্বস সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। আগামী বছরে হিমাচল প্রদেশ, কর্ণাটক, আসাম, মেঘালয় এবং মিজোরামে এই প্রক্রিয়া শুরু হবে। এই কাজে জিএসআই আবহাওয়া দপ্তরের সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এছাড়াও ন্যাশনাল রিমোর্ট সেন্সিং এজেন্সি, ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং-এর মতো বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এর ফলে, জিএসআই – এর কলকাতার সদর দপ্তর থেকে প্রতিদিন ভূমিধ্বস সংক্রান্ত বুলেটিন প্রকাশ করা হবে। 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন ভূবিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং। 
 
CG/CB/SB


(Release ID: 1777482) Visitor Counter : 155


Read this release in: English , Tamil