পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

জৈব জ্বালানীর ব্যবহার বাড়ানোর জন্য সরকার জাতীয় নীতি ঘোষণা করেছে

Posted On: 02 DEC 2021 3:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ ডিসেম্বর, ২০২১
 
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন যে, ২০১৮’র ৪ঠা জুন দেশে জৈব জ্বালানীর ব্যবহার বাড়াতে সরকার জৈব জ্বালানী সংক্রান্ত জাতীয় নীতি ঘোষণা করে। ২০৩০ সালের মধ্যে পেট্রোলে ২০ শতাংশ ইথানল এবং ডিজেলে ৫ শতাংশ বায়োডিজেল মেশানোই এই নীতির মূল লক্ষ্য।
 
জৈব প্রযুক্তি দপ্তর সেন্টার ফর এক্সেলেন্স গঠন, আন্তর্জাতিক স্তরে সহযোগিতা এবং বিভিন্ন ফেলোশিপ কর্মসূচির মাধ্যমে জৈব জ্বালানীর গবেষণা ও উন্নয়নের কাজে সাহায্য করছে। ভারত পেট্রোলিয়ামের গবেষণা ও উন্নয়ন শাখা জৈব প্রযুক্তি দপ্তরকে জৈব শক্তি সংক্রান্ত গবেষণায় সাহায্য করছে। এই কাজে ধান, তুষ, জৈব বর্জ্য পদার্থ ব্যবহার করে ইথানল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বেঙ্গালুরুর আইআইএসসি বায়ু দূষণ নিয়ন্ত্রণে জৈব বর্জ্য পদার্থ থেকে জ্বালানীযোগ্য হাইড্রোজেন উৎপাদন নিয়ে গবেষণা করছে। ২০১৭ সালে ইথানল উৎপাদনে উৎসাহিত করতে সরকার একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি ইথানলের উপর ধার্য করা জিএসটি-র পরিমাণ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এভাবে জৈব জ্বালানীর ব্যবহার বাড়াতে জনসাধারণকে উৎসাহিত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। 
 
CG/CB/SB

(Release ID: 1777478) Visitor Counter : 161


Read this release in: English , Punjabi , Tamil