ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্র কৃষকদের নানা ধরনের ফসল উৎপাদনে উৎসাহিত করতে রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়েছে

Posted On: 01 DEC 2021 5:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ ডিসেম্বর, ২০২১

 

উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী সাধবী নিরঞ্জন জ্যোত্যি লোকসভায় বুধবার এক প্রশ্নের লিখিত জবাবে জানান, দেশ জুড়ে ফসল সংগ্রহ করার জন্য সরকার স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তুলেছে। কেন্দ্রের শস্য সংগ্রহ নীতি সম্পর্কে রাজ্যগুলি স্বচ্ছ ধারণা আছে। রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনাক্রমে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং ভারতীয় খাদ্য নিগম চাল সংগ্রহের ক্ষেত্রে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কোনও রাজ্যে খাদ্যশস্য সংগ্রহের পরিমাণ সেই রাজ্যের বিভিন্ন বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে – অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন, ন্যূনতম সহায়ক মূল্য, বাজার দরের পূর্বাভাষ, ফসলের চাহিদা এবং তা বাজারে পাঠানোর মতো বিভিন্ন বিষয়। বিভিন্ন রাজ্য থেকে আলাদা-আলাদাভাবে বাড়তি ফসল সংগ্রহ করা হয়। এক্ষেত্রে স্থানীয় মানুষের খাদ্যভাস, তাঁদের পছন্দ, বাজারে সর্বোচ্চ মূল্য, সংশ্লিষ্ট রাজ্য থেকে বিদেশে খাদ্যশস্য রপ্তানির বিষয়টি বিবেচনা করা হয়।

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কৃষকদের বিভিন্ন ধরনের খাদ্যশস্য উৎপাদনে উৎসাহিত করার জন্য কেন্দ্র জানিয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় সরকার ডাল, তৈলবীজ ও বাজরা চাষে ন্যূনতম সহায়ক মূল্যের পরিমাণ বৃদ্ধি করেছে। উৎসাহী কৃষকরা সরকারের বিভিন্ন প্রচার অভিযানে অংশ নিয়ে নতুন ধরনের শস্য চাষ সম্পর্কে ধারণা পাচ্ছেন।

 

CG/CB/SB


(Release ID: 1777310) Visitor Counter : 139


Read this release in: English , Tamil