তথ্যওসম্প্রচারমন্ত্রক
৫২ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন পিকক পুরস্কার সহ মর্যাদাপূর্ণ সম্মান দিতে আন্তর্জাতিক চলচ্চিত্রগুলি এক অবিস্মরণীয় উপস্থিতি রেখে গেছে
মুম্বাই, পানাজি, ২৮ নভেম্বর, ২০২১
গোয়ায় ২০-২৮ নভেম্বর পর্যন্ত আয়োজিত ৫২ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বজুড়ে ভিন্ন স্বাদের একাধিক চলচ্চিত্র উপস্থাপন করা হয়। এবার চলচ্চিত্র প্রেমীদের জন্য হাইব্রিড মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থাও করা হয়েছিল। উৎসবে ৭৩টি দেশ অংশ নেয়। আন্তর্জাতিক বিভাগে চলচ্চিত্র প্রেমীদের জন্য ১৪৮টি ছবি দেখানো হয়। এর মধ্যে ১২টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার, ৭টি আন্তর্জাতিক প্রিমিয়ার এবং ২৪টি এশিয়া প্রিমিয়ার অন্তর্ভুক্ত ছিল।
এবারের উৎসবে বিদেশী চলচ্চিত্রগুলি গোল্ডেন পিকক, সিলভার পিকক পুরস্কার সহ মর্যাদাপূর্ণ সম্মান জিতে এক অবিস্মরণীয় উপস্থিতি রেখে গেছে। এমনকি এবারের উৎসবে এই প্রথম ব্রিকস চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান করা হয়।
মাসাকাজু কানেকো পরিচালিত জাপানি চলচ্চিত্র ‘রিং ওয়ান্ডারিং’ এবারের উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে। এই চলচ্চিত্রটি গোল্ডেন পিকক পুরস্কার জিতে নিয়েছে। ‘সেভিং ওয়ান হু ইজ ডেড’ চলচ্চিত্রের জন্য ভাক্লাভ কাদর্নকার সেরা পরিচলক হিসেবে সিলভার পিকক পুরস্কার জিতেছেন। ‘শার্লট’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে সিলভার পিকক পুরস্কার জিতেছেন স্প্যানিশ অভিনেত্রী অ্যাঞ্জেলা মোলিনা। ব্রিজিলায়ন চলচ্চিত্র নির্মাতা রড্রিগো দে অলিভেইরা পরিচালিত ‘দ্য ফার্স্ট ফলন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী রেনেটা কারভালহো বিশেষ জুরির পুরস্কার জিতেছেন। এবারের উৎসবে নবাগত কাহিনী চিত্রের পরিচালক হিসেবে পুরস্কার জিতেছেন পরিচালক মারি আলেসান্দ্রিনির জাহোরি। এবারে ভারতীয় চলচ্চিত্র উৎসবে ষষ্ঠ ব্রিকস চলচ্চিত্র উৎসবের পুরস্কার ঘোষণা করা হয়। ষষ্ঠ ব্রিকস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে অ্যামি জেফতার পরিচালিত দক্ষিণ আফ্রিকার চলচ্চিত্র ‘বারাকাত’ এবং লিউবভ বোরিসোভা পরিচালিত রাশিয়ান চলচ্চিত্র ‘দ্য সান অ্যাবভ মি নেভার সেটস’। অন্যতম সেরা চলচ্চিত্র ‘দ্য সান অ্যাবভ মি নেভার সেটস’-তে রাশিয়া কথা সাহিত্যের এক অনুপ্রেরণামূলক দিক গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তথ্য চিত্র ‘আনা’-এর জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান চলচ্চিত্র নির্মাতা লুসিয়া মুরাত। ভারতীয় অভিনেতা ধনুশ ‘ওসুরান’ চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। ব্রাজিলিয়ান অভিনেত্রী লারা বোল্ডোরিনি ‘অন হুইলস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। এছাড়াও পরিচালক ইয়ান হানকে ‘এ লিটিল রেড ফ্লাওয়ার ফ্রম চায়না’ চলচ্চিত্রের জন্য জুরি স্পেশাল মেনশন পুরস্কার প্রদান করা হয়েছে।
CG/SS/SKD/
(Release ID: 1777181)
Visitor Counter : 295