বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

আজাদি কা ডিজিটাল মহোৎসবের দ্বিতীয় দিন

Posted On: 30 NOV 2021 5:54PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০ শে নভেম্বর, ২০২১


আজাদি কা ডিজিটাল মহোৎসব সপ্তাহ ২৯শে নভেম্বর থেকে ৫ই ডিসেম্বর উদযাপিত হচ্ছে। সপ্তাহের দ্বিতীয় দিন “কৃত্রিম মেধার সাহায্যে জনসাধারণের মঙ্গলের জন্য বিভিন্ন সমস্যার সমাধান” শীর্ষক একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। সর্বাঙ্গীন উন্নয়ন এবং সকলের ক্ষমতায়ণের মতো সামাজিক পরিবর্তন আনতে কৃত্রিম মেধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণে ডিজিটাল ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে দেশের নাগরিকদের বিপুল সম্ভাবনা প্রযুক্তির মাধ্যমে প্রকাশিত হয় এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সর্বাত্মক বিকাশ নিশ্চিত হয়।   

আলোচনা চক্রে কেন্দ্রের মুখ্য বিজ্ঞান উপদেষ্টা অধ্যাপক কে বিজয় রাঘবন, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি সচিব শ্রী অজয় প্রকাশ সেহেনয়, তেলেঙ্গানা সরকারের তথ্যপ্রযুক্তি দপ্তরের প্রধান সচিব শ্রী জয়ন্ত রঞ্জন এবং ওয়াধওয়ানি ইন্সটিটিউট অফ টেকনোলজির অ্যান্ড পলিসির মুখ্য কার্য নির্বাহী আধিকারিক শ্রী প্রকাশ কুমার অংশগ্রহণ করেন। এনইজিডি-র সভাপতি ও কার্যনির্বাহী আধিকারিক শ্রী অভিষেক সিং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনায় কেন্দ্র, রাজ্য সরকারগুলি ও শিল্প সংস্থায় কৃত্রিম মেধার সাহায্যে বিভিন্ন কাজের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক বিজয় রাঘবন জানান, কৃত্রিম মেধা উদ্ভাবনের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলিতে উন্নত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। দেশে পিএম-এসটিএআইসি-র মাধ্যমে এ সংক্রান্ত গবেষণার বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা তিনি জানান। দৈনন্দিন সরকারি কাজে কৃত্রিম মেধার প্রয়োগের জন্য শিল্প সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতা গড়ে তোলার বিষয়টি তিনি উল্লেখ করেন।

তেলেঙ্গানায় কৃত্রিম মেধা মিশনের সাহায্যে প্রশাসনিক কাজে দক্ষতা বৃদ্ধির সম্পর্কে শ্রী জয়েশ রঞ্জন বিস্তারিতভাবে জানান।  তেলেঙ্গানায় কৃষি ক্ষেত্রের উন্নয়নে সাগু-বাগু প্রকল্পে কৃত্রিম মেধাকে কিভাবে কাজে লাগানো হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

শ্রী অভিষেক সিং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। শ্রী প্রকাশ কুমার জানান, আমলাতন্ত্রের বিভিন্ন স্তরে দক্ষতা বৃদ্ধিতে কৃত্রিম মেধা সহায়ক হতে পারে। আলোচনার শেষে শ্রী অজয় প্রকাশ সেহেনয় দেশজুড়ে ডিজিটাল কর্মসূচির বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। এর মাধ্যমে প্রতিটি দেশবাসী উন্নত পরিষেবা পাবেন। ১৩০ কোটি ভারতবাসীর সর্বাঙ্গীন উন্নয়নে কৃত্রিম মেধার গুরুত্বের কথা তিনি তুলে ধরেন।


CG/CB/NS


(Release ID: 1776778)
Read this release in: English , Urdu , Hindi