পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি

Posted On: 30 NOV 2021 4:36PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০  নভেম্বর, ২০২১

 

        ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির আওতায় দেশে গ্রাম পঞ্চায়েতগুলিতে সকলের কাছে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পর্যায়ক্রমে ভারত নেট প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গ্রামের প্রত্যেক বাড়িতে ওয়াইফাই বা সাইবার টু হোম প্রযুক্তির মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ায় যার লক্ষ্য। পয়লা নভেম্বরের হিসেব অনুযায়ী ছত্তিশগড়ে ৮৩৮৬টি গ্রাম পঞ্চায়েত সহ ১,৬৬,০৮৮টি গ্রাম পঞ্চায়েতে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির কাজ শেষ হয়েছে।

        ভারত নেট প্রকল্পে সমস্ত গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৩এর আগস্টের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক বাড়িতে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

        লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন পঞ্চায়েতী রাজ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী কপিল মোরেশ্বর পাতিল।

 

CG/CB/NS


(Release ID: 1776773) Visitor Counter : 156


Read this release in: English , Urdu