প্রতিরক্ষামন্ত্রক
জঙ্গি হামলায় শহীদ জওয়ান
Posted On:
29 NOV 2021 2:59PM by PIB Kolkata
নতুন দিল্লি,২৯ নভেম্বর, ২০২১
রাজ্য সভায় আজ শ্রী আনন্দ শর্মার প্রশ্নের লিখিত উত্তরে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভট্ট জানিয়েছেন ২০১৯ সালে জঙ্গি হামলায় ৫৯৪ জন জওয়ান প্রাণ হারিয়ে ছিলেন। ২০২০ সালে ২৪৪ জন এবং চলতি বছরে ১৫ নভেম্বর পর্যন্ত ১৯৬ জন সেনা জওয়ান জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন। গত তিন বছরে সেনা অভিযানে মারাত্মক সংঘর্ষের জেরে মোট ১৭৭ জন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ান প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২০১৯ সালে ৮০, ২০২০ সালে ৬২ এবং চলতি বছরে ১৫ নভেম্বর পর্যন্ত ৩৫ জন জওয়ান শহীদ হয়েছেন।
CG/ SS
(Release ID: 1776309)
Visitor Counter : 136