ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ

Posted On: 29 NOV 2021 3:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯শে নভেম্বর, ২০২১

 

অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের নতুন সংজ্ঞা ২০২০র পয়লা জুলাইতে গৃহীত হবার পর মন্ত্রক, “উদ্যোম রেজিস্ট্রেশন” নামে নতুন একটি নিবন্ধীকরণ পোর্টালের সূচনা করে। ২০২০র পয়লা জুলাই থেকে ২০২১ এর ২৩শে নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পোর্টালে ২,৯৩,২২৬টি ক্ষুদ্র এবং ৩২,৯৩৮টি মাঝারি শিল্প সংস্থা  নাম নথিভুক্ত করেছে।

২০১৫র জুলাই থেকে ২০১৬র জুন পর্যন্ত পরিসংখ্যান মন্ত্রকের প্রাপ্ত তথ্য অনুযায়ী  গ্রামাঞ্চলে ৬ কোটি ৩৪ লক্ষ  অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থা রয়েছে । এই সব সংস্থায় ১১ কোটি ১০ লক্ষ শ্রমিক যুক্ত রয়েছেন।    

ভারতীয় অর্থনীতিতে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রের মানোন্নয়ন ও বিকাশের জন্য় মন্ত্রক, গ্রামাঞ্চল সহ দেশের সর্বত্র বিভিন্ন সময়ে নানা প্রকল্পের সূচনা করেছে। এর মধ্যে রয়েছে, মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস – ক্লাস্টার ডেভলপমেন্ট প্রোগ্রাম (এমএসই-সিডিপি), স্কিম অফ ফান্ড ফর রিজেনারেশন অফ ট্রাডিশনাল ইন্ড্রাস্ট্রিজ (এসএফইউআরটিআই), ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস (সিজিটিএমএসই), আ স্কিম ফর প্রোমোটিং ইনোভেশন, রুরাল ইন্ড্রাস্ট্রি অ্যান্ড এন্টারপ্রেনার্সিপ (অ্যাস্পিয়ার)।    

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নারায়ণ রাণে এই তথ্য জানিয়েছেন।

 

CG/CB/SFS



(Release ID: 1776307) Visitor Counter : 145


Read this release in: Urdu , English , Marathi