তথ্যওসম্প্রচারমন্ত্রক
iffi banner
1 0

৫২তম ইফিতে পরিচালক সত্রাবিত পালের প্রথম ছবি “নিতান্তই সহজ সরল” এক আইসক্রিম বিক্রেতার জীবনকথা

নয়াদিল্লী, ২৩  নভেম্বর, ২০২১

 

একজন আইসক্রিম বিক্রেতা তাঁর জীবনের বেঁচে থাকার অর্থ কিভাবে খুঁজে পেলেন এই ছবির মাধ্যমে সেটি প্রদর্শিত হয়েছে। “নিতান্তই সহজ সরল” ছবিটি গ্রাম বাংলার একজন সাধারণ মানুষের জীবনকথা। গোয়ায় অনুষ্ঠিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাপ্রেমীরা অত্যন্ত সহজ সরল জীবনগাঁথার এই ছবিটি দেখে আনন্দ পেয়েছেন।  

পরিচালক শ্রী পাল তাঁর প্রথম চলচ্চিত্র নির্মাণের প্রসঙ্গে জানান, গল্পের মূল নায়ককে তিনি তার  ছোটবেলা থেকে দেখেছেন। স্কুল জীবনে এক  আইস ক্রিম বিক্রেতা সাইকেলে করে আইসক্রিম নিয়ে গিয়ে তা ছোট ছোট ছেলেমেয়েদের কাছে বিক্রি করতেন। পরিচালক জানান গল্পের পটভূমি পশ্চিমবঙ্গ- বাংলাদেশ সীমান্তবর্তী হলদিবাড়ি শহর। গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতে তিনি আনন্দ পান। এই গল্পের মূল নায়ক মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়ে জীবনে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সেটি তিনি তাঁর ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।  

টিভি-তে সিরিয়াল করার মধ্য দিয়ে শ্রী পাল তাঁর চলচ্চিত্র জীবনে পথচলা শুরু করেন। তবে তিনি ভাবতেও পারেননি, তাঁর প্রথম ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো একটি বড় মঞ্চে স্থান পাবে। এই ছবিতে দর্শকদের তিনি কোনো বার্তা দিতে চাইছেন কি না জানতে চাইলে শ্রী পাল বলেন, সব গল্প বার্তা দেয়না, নিছক ঘটনা দর্শকদের কাছে তুলে ধরা হয়। তাঁর ছবিটিও সেই ধরণেরই। 

 

CG/CB/NS

iffi reel

(Release ID: 1774527) Visitor Counter : 164


Read this release in: Urdu , Hindi , English