তথ্যওসম্প্রচারমন্ত্রক
৫২ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরামা নন-ফিচার বিভাগের চেয়ারপার্সন জানিয়েছেন থিয়েটার এবং ওটিটি প্ল্যাটফর্মকে আরও বেশি করে নন-ফিচার ফিল্মগুলিকে আরও জায়গা দেওয়া দরকার
মুম্বাই, পানাজি ২১ নভেম্বর, ২০২১
গোয়ায় আয়োজিত ২০ – ২৮ নভেম্বর পর্যন্ত ৫২ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে নন-ফিচার ফিল্ম ক্ষেত্রে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে জুরি সদস্যরা সর্বসম্মতিক্রমে ‘ভেদ – দ্য ভিশনারি’ চলচ্চিত্রটিকে প্রদর্শনীর জন্য ভোট দিয়েছেন। এই চলচ্চিত্র প্রদর্শনের পর জুরি সদস্যরা দাঁড়িয়ে হাততালিও দেন। এটি একটি অসামান্য চলচ্চিত্র। বিশিষ্ট পরিচালক, সিনেমাটোগ্রাফার এবং ইন্ডিয়ান প্যানোরামা – নন-ফিচার ফিল্ম বিভাগের চেয়ারপার্সন শ্রী সুব্বিয়া নাল্লামুথু সাংবাদিক বৈঠকে একথা জানিয়েন। তিনি বলেন, এই চলচ্চিত্রটি শিক্ষার্থীদের দেখানো উচিত। যারা সত্যিই কিছু অর্জন করতে চায়, তাদের এই ছবিটি অবশ্যই দেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
সাংবাদিক বৈঠকে উপস্থিত বিখ্যাত তথ্যচিত্র নির্মাতা শ্রী সিবানু বোরহ জানিয়েছেন, কিভাবে জুরি সদস্যরা সেরা এই নন-ফিচার ফিল্ম বেছে নিতে মার্কিং ব্যবস্থাপনা ব্যবহার করেছেন। এই চলচ্চিত্রের বিষয়বস্তু, গল্প বলার ধরণ, ভাষা, সামাজিক সমস্যা এবং চলচ্চিত্রের প্রভাব থেকে শুরু করে প্রতিটি দিক বিবেচনা করে দেখা হয়েছে। তিনি আরও জানান, থিয়েটার এবং ওটিটি প্ল্যাটফর্মকে আরও বেশি করে নন-ফিচার ফিল্মগুলিকে আরও জায়গা দেওয়া দরকার। নন-ফিচার ফিল্মের দর্শক সংখ্যা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। শ্রী বোরহ জানান, দূরদর্শনে তথ্যচিত্র প্রদর্শনের জন্য মন্ত্রক বিশেষ উদ্যোগ নিয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে নন-ফিচার ফিল্ম বিশেষ জায়গা না পাওয়ার জন্য উদ্বেগও প্রকাশ করেন তিনি।
লেখক এবং নন-ফিচার ফিল্মের জুরি সদস্য শ্রীমতী মনীষা কুলশ্রেষ্ঠ জানিয়েছেন, এবারের এই বিভাগে একাধিক মহিলা চলচ্চিত্র নির্মাতার নারী কেন্দ্রিক বিষয় স্থান পেয়েছে।
CG/SS/SKD/
(Release ID: 1774001)
Visitor Counter : 206