গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গিরিরাজ সিং ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড আধুনিকীকরণ কর্মসূচির উপর জাতীয় কর্মশালার উদ্বোধন করেছেন

Posted On: 16 NOV 2021 4:10PM by PIB Kolkata

নতুন দিল্লি,১৬ নভেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী শ্রী গিরিরাজ সিং আজ ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড আধুনিকীকরণ কর্মসূচি(ডিআইএলআরএমপি) এর উপর জাতীয় কর্মশালা 'ভূমি সম্বাদ'-এর উদ্বোধন করেছেন।  এই উপলক্ষে মন্ত্রী ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম (এনজিডিআরএস) পোর্টাল এবং ড্যাশবোর্ডেরও সূচনা করেন।

বিভিন্ন রাজ্যের মন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সম্বোধন করে শ্রী গিরিরাজ সিং রাজ্যগুলিকে জমি ব্যবস্থাপনা, জমি অধিগ্রহণ এবং পরিকাঠামো প্রকল্প ক্ষেত্রে নতুন ব্যবস্থাপনা শেখার আহ্বান জানান।  মন্ত্রী আরও বলেন যে রাজ্য সরকাররগুলিকে ভাল কাজের জন্য উৎসাহ যোগাতে ভূমি সম্পদ বিভাগ ন্যাশনাল ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড - ২০২১ চালু করেছে।পরিকাঠামো ক্ষেত্রে জমি অধিগ্রহণের সর্বোত্তম ব্যবস্থাপনার ভিত্তিতে রাজ্যগুলির জাতীয় স্তরের ক্রমতালিকা প্রকাশ শুরু হয়েছে।

ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর(ইউএপিআইএন) এর গুরুত্ব সম্পর্কে  বলতে গিয়ে শ্রী সিং বলেন, এটি জমির অংশের  আধার নম্বরের মতোই।  তিনি বলেন যে এই অনন্য ব্যবস্থাপনায় জমির অংশের জিও-অর্ডিনেটের উপর ভিত্তি করে একটি অনন্য আইডি তৈরি করা হয় এবং  তা প্লটগুলিতে বরাদ্দ করা হয়।  বিভিন্ন রাজ্য/সেক্টরের মধ্যে কম্পিউটারাইজড ডিজিটাল ল্যান্ড রেকর্ড ডেটা ভাগ  করে নেওয়ার  জন্য এটি চালু করা হয়েছে। এখনও পর্যন্ত এটি ১৩টি রাজ্যে চালু  করা হয়েছে এবং আরও ৬টি রাজ্যে পরীক্ষামূলক ভাবে এটি চালু করা হয়েছে৷ ভূমি সম্পদ বিভাগ চলতি আর্থিক বছরের শেষ নাগাদ দেশে জমির পার্সেলগুলিতে অনন্য আইডি বরাদ্দ করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে।  মন্ত্রী আরো বলেন, সারা দেশে এ ব্যবস্থা চালু হলে অধিকাংশ জমি সংক্রান্ত বিরোধ স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হয়ে যাবে।সারাদিনব্যাপী কর্মশালার প্রাথমিকভাবে ডিজিটাল ল্যান্ড রেকর্ড আধুনিকীকরণ কর্মসূচির বিভিন্ন উপাদানের অগ্রগতি এবং তা অন্যান্য রাজ্যের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা চলে।

 

CG/SS


(Release ID: 1772509) Visitor Counter : 216


Read this release in: English , Urdu , Hindi