বিদ্যুৎমন্ত্রক

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর পৌরোহিত্যে লেহ’তে ১০ গিগাওয়াট পুনর্নবীকরণ শক্তি প্রকল্প বাস্তবায়নের কার্যকরী পরিকল্পনা নিয়ে পর্যালোচনা বৈঠক

Posted On: 16 NOV 2021 3:00PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৬  নভেম্বর, ২০২১
 
    লেহ-তে ১০ গিগাওয়াট পুনর্নবীকরণ শক্তি প্রকল্প বাস্তবায়নের বিষয় নিয়ে গতকাল কেন্দ্রীয় বিদ্যুৎ ও নতুন এবং পুনর্নবীকরণ শক্তি মন্ত্রী শ্রী আর কে সিং-এর পৌরোহিত্যে একটি পর্যালোচনা বৈঠক বসে। এই পর্যালোচনা বৈঠকে লাদাখের লেফ্টেন্যান্ট গভর্নর শ্রী আর কে মাথুর, বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রী কিষাণ পাল গুর্জর, বিদ্যুৎ মন্ত্রকের সচিব, পাওয়ার গ্রিড, সীমান্ত সড়ক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লাদাখে ৭.৫ গিগাওয়াট সৌরপার্ক তৈরির কথা পূর্বেই ঘোষণা করেছিলেন। পরবর্তীতে এই সৌরপার্কের ক্ষমতা ৭.৫ গিগাওয়াট থেকে বাড়িয়ে ১০ গিগাওয়াটের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিন বৈঠকে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী এই ১০ গিগাওয়াট পুনর্নবীকরণ শক্তি প্রকল্প লাদাখে গড়ে তোলার জন্য যথাযথ জমি চিহ্নিতকরণের ক্ষেত্রে সেখানকার সরকারের সাহায্য চান। লাদাখের লেফ্টেন্যান্ট গর্ভনর আশ্বস্ত করেছেন যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে। এমনকি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় ট্রান্সমিশন ব্যবস্থাপনার সঙ্গে ব্যাটারি শক্তি সঞ্চয় ব্যবস্থাপনার বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে স্থির হয়েছে এই ১০ গিগাওয়াট সৌরপার্ক গড়ে তোলার জন্য লাদাখের পাং এলাকায় ২০ হাজার একর জমি অবিলম্বে বিদ্যুৎ ও পুনর্নবীকরণ শক্তি মন্ত্রককে হস্তান্তর করা হবে। এরজন্য মন্ত্রক এক সপ্তাহের মধ্যে লাদাখে একটি প্রতিনিধি দল পাঠাবে। পুনর্নবীকরণ শক্তি প্রকল্প স্থাপনের জন্য বরাদ্দকৃত জমি লিজ দেওয়ার কারণে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল প্রতি বছর রাজস্ব পাবে। আগামী ৫ বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 
 
 
CG/SS/NS


(Release ID: 1772427) Visitor Counter : 170


Read this release in: English , Urdu , Hindi , Punjabi