শিল্পওবাণিজ্যমন্ত্রক

চা পর্ষদ নিম্ন মানের চা-পাতা আমদানির হদিশ পেয়েছে

Posted On: 11 NOV 2021 6:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ নভেম্বর, ২০২১
 
 
নিম্ন মানের চা আমদানি এবং দেশে তার বন্টন বন্ধ করতে কেন্দ্র কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রেক্ষিতে আজ এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের নির্দেশানুযায়ী চা বিপনন নিয়ন্ত্রণ আইন ২০০৩, চা (বন্টন ও রপ্তানি) নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী চা পর্ষদ আজ চারটি সার্কুলার বা নির্দেশিকা জারি করেছে। সতন্ত্র ভৌগলিক পরিচিতি (জিআই) সম্পন্ন দার্জিলিং চায়ের সুরক্ষায় এই নির্দেশিকা জারি করা হয়েছে। চা পর্ষদের জারি নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত আমদানিকারককে তাদের বিক্রয় চালানে কোন দেশ থেকে তা আমদানি করা হয়েছে, তা উল্লেখ করতে হবে এবং আমদানিকৃত এই চা কখনই ভারতীয় বলে সরবরাহ বা বন্টন করা যাবে না। সমস্ত চা-পাতা ডিস্ট্রিবিউটারদের নির্দেশ দিয়ে বলা হয়েছে, তারা যাতে ভারতীয় চা-পাতার সঙ্গে আমদানিকৃত নিম্ন মানের চা-পাতা না মেশায়। দার্জিলিং চা উৎপাদকদের নির্দেশ দিয়ে বলা হয়েছে, তারা যেন জিআই ট্যাগ সম্বলিত এলাকার বাইরে থেকে চায়ের সবুজ পাতা সংগ্রহ না করেন। চা-পাতা ক্রেতাদের নির্দেশ দিয়ে বলা হয়েছে, তারা যেন দার্জিলিং / কাংড়া /  আসাম / নীলগিরি চা-পাতার সঙ্গে যেন আমদানিকৃত চা-পাতা না মেশান। 
 
উপরোক্ত নির্দেশিকাগুলি যথাযথ ভাবে মেনে চলা হচ্ছে কিনা, তা সুনিশ্চিত করতে চা পর্ষদ শিলিগুড়ির ৩টি চা ইউনিটে হঠাৎ অভিযান চালায়। পর্ষদের পক্ষ থেকে নেপাল চায়ের ডিস্ট্রিবিউটার / আমদানিকারকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আজ এই অভিযানে চা-পাতার গুণমান পরীক্ষার জন্য পর্ষদ কিছু নমুনাও সংগ্রহ করেছে। 
 
উল্লেখ করা যেতে পারে যে, দেশে চায়ের আমদানি বৃদ্ধি পেয়েছে বলে খবর। এর প্রেক্ষিতে দেশীয় চা শিল্প প্রভাবিত হচ্ছে। প্রকাশিত এই খবর অসত্য। দেশে মোট চা উৎপাদনের মধ্যে আমদানিকৃত চায়ের পরিমাণ ১-২ শতাংশ। আমদানিকৃত এই ১ বা ২ শতাংশ চা দেশে ব্যবহারের পরিবর্তে পুনরায় রপ্তানি করা হয়। আমদানিকৃত চায়ের সঙ্গে ভারতীয় চা-পাতা মিশিয়ে মূল্য সংযোজনের উদ্দেশ্যে তা পুনরায় রপ্তানি করা হয়। ভারতে চা-পাতা উৎপাদনের তুলনায় আমদানির পরিমাণ অত্যন্ত নগন্য। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1771066) Visitor Counter : 172


Read this release in: English , Urdu , Hindi , Marathi