তথ্যওসম্প্রচারমন্ত্রক
নিউজ অন এআইআর রেডিও লাইভ – স্ট্রিম ইন্ডিয়ার ক্রমতালিকা
Posted On:
22 OCT 2021 1:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ অক্টোবর, ২০২১
রেডিও জগতে এই প্রথমবার প্রসার ভারতী শ্রোতা গবেষক দল শ্রোতাদের পরিসংখ্যান তুলে ধরেছে। নিউজ অন এআইআর অ্যাপে অল ইন্ডিয়া রেডিও লাইভ স্ট্রিমে শহর-ভিত্তিক মাসিক শ্রোতার সংখ্যা নির্ণয় করা হয়েছে। এক্ষেত্রে পুণে, বেঙ্গালুরু এবং ইন্দোরে শ্রোতার সংখ্যা লক্ষাধিক। অন্যদিকে, পাটনা ও লক্ষ্ণৌতে এই সংখ্যা ১ লক্ষের কম।
নিউজ অন এআইআর অ্যাপে অল ইন্ডিয়া রেডিও-র লাইভ স্ট্রিমে সর্বশেষ ক্রমতালিকায় দেশের শীর্ষ শহরগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় শহর হিসেবে প্রথম স্থানে পেয়েছে পুণে। এরপর রয়েছে – বেঙ্গালুরু ও মুম্বাই। এই ক্রমতালিকায় সপ্তম স্থানে রয়েছে কলকাতা। এআইআর স্ট্রিমের ক্রমতালিকায় বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। এআইআর পুণে এফএম এই ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, এফএম গোল্ড দিল্লি এবং এফএম রেনবো দিল্লি এই তালিকায় স্থান পায়নি। নিউজ অন এআইআর – এর শীর্ষ ১০টি এআইআর স্ট্রিমে শহর-ভিত্তিক যে ক্রমতালিকা প্রকাশ পেয়েছে, তার মধ্যে এআইআর পুণে এফএম এই প্রথমবার জায়গা করে নিয়েছে।
অল ইন্ডিয়া রেডিও-র ২৪০টিরও বেশি পরিষেবা সম্প্রচারিত হয় নিউজ অন এআইআর অ্যাপ এবং প্রসার ভারতী সরকারি অ্যাপে। শুধু ভারতেই নয় বিশ্বের ৮৫টিরও বেশি দেশে নিউজ অন এআইআর অ্যাপে অল ইন্ডিয়া রেডিও-র স্ট্রিমগুলির প্রচুর শ্রোতা রয়েছেন। নিউজ অন এআইআর অ্যাপে অল ইন্ডিয়া রেডিও-র লাইভ স্ট্রিম যথেষ্টই জনপ্রিয়। ৩০ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত তথ্যের ওপর ভিত্তি করে এই ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে।
CG/SS/SB
(Release ID: 1765913)
Visitor Counter : 171