অর্থমন্ত্রক
ওয়াশিংটন ডি.সি –তে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও আর্থিক অংশীদারিত্বের বিষয়ে অষ্টম মন্ত্রী পর্যায়ে বৈঠকের বার্তালাপ
Posted On:
15 OCT 2021 8:00AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ অক্টোবর, ২০২১
ওয়াশিংটন ডি.সি –তে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও আর্থিক অংশীদারিত্বের বিষয়ে অষ্টম মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব ডঃ জ্যানেট ইয়েলেন।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অর্থনৈতিক ও আর্থিক অংশীদারিত্ব, অর্থনীতির সঙ্গে যুক্ত একাধিক বিষয়, কোভিড-১৯ মহামারী থেকে আর্থিক পুনরুদ্ধার, প্রযুক্তিগত সহযোগিতা, বহুপাক্ষিক চুক্তি, জলবায়ুর ওপর নির্ভরশীল আর্থিক পরিস্থিতি, অবৈধ ভাবে অর্থ পাচার রোধ এবং সন্ত্রাসমূলক কাজে আর্থিক যোগান বন্ধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক ও বিশ্বের আর্থিক সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক এবং বহু পাক্ষিক মঞ্চে সহযোগিতা অব্যাহত রাখার জন্য নিজ নিজ প্রতিশ্রুতি পালনে সহমত পোষণ করেছে।
বৈঠকে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব যৌথ বিবৃতি দিয়েছেন। এবিষয়ে বিস্তাহিত জানতে ক্লিক করুন নিম্ন লিখিত লিঙ্কে –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/oct/doc2021101511.pdf
CG/SS/SKD/
(Release ID: 1764187)
Visitor Counter : 321