আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় আবাসন প্রযুক্তি মেলা হচ্ছে 'স্বাধীনতার ৭৫ বছরের সবচেয়ে বড় আকর্ষণ, নিউ আরবান ইন্ডিয়া, ট্রান্সফর্মিং আরবান ল্যান্ডস্কেপ'- দু'দিনের সম্মেলন এবং এক্সপো

Posted On: 06 OCT 2021 4:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ অক্টোবর, ২০২১

 

ভারতীয় আবাসন প্রযুক্তি মেলা, যেখানে একশ জন অংশগ্রহণকারী তা হচ্ছে দেশের স্বাধীনতার ৭৫- বছরের সবচেয়ে বড় আকর্ষণ। উত্তরপ্রদেশের লখনৌতে ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা এবং সম্মেলন চলবে ৭ অক্টোবর পর্যন্ত। সম্মেলনের বিষয়বস্তু- নিউ আরবান ইন্ডিয়া: ট্রান্সফর্মিং আরবান ল্যান্ডস্কেপ। গত ৫ অক্টোবর এর সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে লখনৌ এর ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে এর আয়োজন করা হয়েছে। এই সম্মেলন ও এক্সপো ৬ অক্টোবর থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লখনৌ এবং ভারতের অন্যান্য স্থান থেকে জনসাধারণকে এই সম্মেলন ও এক্সপোতে আসার জন্য আমন্ত্রণ জানান।

ভারতের আবাসন প্রযুক্তি মেলায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এই মেলা এবং এক্সপো-তে বাড়ি তৈরির বিভিন্ন ক্ষেত্রে ৭৯ টি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোকপাত করা হয়। এর পাশাপাশি নির্মাণ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ছাড়াও বস্তি মুক্ত শহর, বসতবাড়ি নির্মাণ প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। সম্মেলন মূলত স্বচ্ছ ভারত মিশন, স্মার্ট সিটিস মিশন এবং ডে-এন ইউ এল এম, পি এম এ ওয়াই ( ইউ) প্রভৃতি প্রকল্প গুলিকে উদ্দেশ্য করে অনুষ্ঠিত হয়।

 

CG/ SB


(Release ID: 1761533) Visitor Counter : 187
Read this release in: English , Urdu , Hindi