শিল্পওবাণিজ্যমন্ত্রক

সরকার ন্যাশনাল এক্সপোর্ট ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট (এনইআইএ) কর্মসূচি চালিয়ে যাওয়া এবং পাঁচ বছরে ১ হাজার ৬৫০ কোটি টাকা অনুদান হিসাবে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে

Posted On: 29 SEP 2021 4:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২১

 

রপ্তানি ক্ষেত্রের অগ্রগতিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। এই লক্ষ্যে সরকার আজ ন্যাশনাল এক্সপোর্ট ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট (এনইএআই) কর্মসূচিতে অনুদান হিসাবে ১ হাজার ৬৫০ কোটি টাকার তহবিল যোগান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত পাঁচ বছরে এই তহবিল যোগান দেওয়া হবে। 

ভারত থেকে প্রোজেক্ট রপ্তানি বাড়াতে ২০০৬ সালে এনইএআই ট্রাস্ট গঠিত হয়। এই ট্রাস্টের জাতীয় ও কৌশলগত তাৎপর্য রয়েছে। এনইএআই ট্রাস্ট স্বল্প ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে প্রোজেক্ট রপ্তানি ক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে। ভারত থেকে প্রোজেক্ট রপ্তানির ক্ষেত্রে ক্রেতাদের সঙ্গে আর্থিক লেনদেনের সম্পর্ক গড়ে তুলতে এনইএআই ট্রাস্ট আমদানি-রপ্তানি ব্যাঙ্ককে সহায়তা দিয়ে থাকে। 

এনইএআই ট্রাস্টে মূলধন যোগানের ফলে প্রোজেক্ট রপ্তানির বিরাট সম্ভাবনাময় বাজারে অংশীদারিত্ব বাড়াতে ভারতীয় প্রোজেক্ট রপ্তানিকারীদের সহায়তা মিলবে। একইভাবে, প্রোজেক্ট রপ্তানির সঙ্গে সঙ্গে দেশে উৎপাদন ক্ষেত্রে অগ্রগতি হবে। সরকার এনইএআই ট্রাস্ট – এর জন্য যে ১ হাজার ৬৫০ কোটি টাকা অনুদান হিসাবে তহবিল যোগানের প্রস্তাব দিয়েছে, তার ফলে ট্রাস্টের আর্থিক ক্ষমতা আরও বাড়বে এবং ট্রাস্টের পূর্ণ ক্ষমতার সদ্ব্যবহার ঘটিয়ে ৩৩ হাজার কোটি টাকার প্রোজেক্ট রপ্তানি করা সম্ভব হবে। পক্ষান্তরে, দেশে উৎপাদিত পণ্য সামগ্রীর পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকায় পৌঁছবে।

প্রোজেক্ট রপ্তানির ক্ষেত্রে গড়ে ভারতে উৎপাদিত ৭৫ শতাংশ কন্টেন্ট বা সামগ্রী থাকার ফলে প্রায় ১২ হাজার শ্রমিক চিরাচরিত উৎপাদন ক্ষেত্রে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এমনকি, উৎপাদন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন অনুসারি শিল্পে মোট শ্রমিকের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৬০ হাজার হবে।

উল্লেখ করা যেতে পারে, স্বল্প ও দীর্ঘ মেয়াদী-ভিত্তিতে প্রোজেক্ট রপ্তানির প্রসারে ২০০৬ সালে এনইএআই ট্রাস্ট গঠিত হয়। বাণিজ্যিক দিক থেকে সম্ভাবনাময় ও কৌশলগত গুরুত্ব রয়েছে, এমন প্রোজেক্টগুলিতে এনইএআই সাহায্য করে থাকে। এনইএআই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত ৩ হাজার ৯১ কোটি টাকার অনুদান তহবিল পেয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এনইএআই ২০২১ - এর ৩১ অগাস্ট পর্যন্ত ৫২টি দেশে ২১৩টি ক্ষেত্রে ৫৩ হাজার কোটি টাকার প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে।  

কেন্দ্রীয় সরকার গত কয়েক বছরে রপ্তানি সম্পর্কিত যে সমস্ত কর্মসূচি ও উদ্যোগ নিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হ’ল – কোভিড-১৯ মহামারীজনিত পরিস্থিতির দরুণ বৈদেশিক বাণিজ্য নীতির মেয়াদ বাড়িয়ে ২০২১-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে। কোভিড-১৯ এর সময় নগদের যোগান দিতে যাবতীয় বকেয়া মেটাতে ৫৬ হাজার ২৭ কোটি টাকা দিয়েছে। রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক ও কর মকুব সম্পর্কিত নতুন কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচিতে ২০২১-২২ অর্থবর্ষে ১২ হাজার ৪৫৪ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। বস্ত্র ক্ষেত্রের ওপর কেন্দ্র ও রাজ্য কর প্রত্যাহার করা হয়েছে এবং কর প্রত্যাহারের এই সুবিধা ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাণিজ্যিক পরিকাঠামো ও বিপণনের প্রসারে ট্রেড ইনফ্রাস্ট্রাকচার ফর এক্সপোর্ট স্কিম, মার্কেট অ্যাক্সেস ইনিশিয়েটিভ স্কিম এবং ট্রান্সপোর্ট অ্যান্ড মার্কেটিং অ্যাসিস্ট্যান্স স্কিম চালু হয়েছে।

 

CG/BD/SB



(Release ID: 1759453) Visitor Counter : 121