নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক

প্রভাবিত করার উচ্চাকাঙ্ক্ষা: ভারতের স্বচ্ছ জ্বালানি সাশ্রয় ক্ষেত্রে বিশ্বব্যাপী সহযোগিতার সুযোগ

Posted On: 25 SEP 2021 9:58AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২১

 

নিউইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী মিশন এবং শক্তি, পরিবেশ ও জল সংক্রান্ত কাউন্সিলের সভায় গতকাল, প্রভাবিত করার উচ্চাকাঙ্ক্ষা : ভারতের জ্বালানি সাশ্রয় ক্ষেত্রে বিশ্বব্যাপী সহযোগিতার সুযোগ-নিয়ে একটি ওয়েবিনারের  আয়োজন করা হয়।

ওয়েবিনারে নাগরিক কেন্দ্রিক জ্বালানি রূপান্তরের মাধ্যমে ২০৩০- এর মধ্যে ধারাবাহিক উন্নয়নে ভারতের প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি বিশ্বব্যাপী সহযোগিতার মাধ্যমে ভারত ভারতের স্বচ্ছ জ্বালানি ক্ষেত্রে গতি বাড়াতে মনোনিবেশের কথা বলা হয়েছে।

কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রকের প্রতিবন্ধী শ্রী ভগবন্ত খুবা প্রধান বক্তা হিসেবে তাঁর ভাষণে উল্লেখ করেন যে, প্যারিস চুক্তি অনুযায়ী ভারত অজীবাশ্ম উৎস থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ ধারণক্ষমতা অর্জন করেছে এবং দূষণের তীব্রতা ২০৩০ সালে ২০০৫ সালের তুলনায় ৩৩-৩৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে।

 

CG/ SB



(Release ID: 1758113) Visitor Counter : 158


Read this release in: Hindi , Punjabi , English , Telugu