পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ব্রিটেনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর

Posted On: 24 SEP 2021 6:48PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২১

 

ভারতের প্রাণীজগতের বিষয়ে গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সুবিধাযুক্ত প্রকল্পগুলি নিয়ে দীর্ঘ দিন ধরে কলকাতার জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই) এবং লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম (এনএইচএম) একযোগে কাজ করছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখতে  সংস্থা দুটি একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। জেডএসআই –এর প্রথম মহিলা নির্দেশক ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় এবং এনএইচএম –এর নির্দেশক ড. ডগলাস গুড় ভার্চুয়ালী এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন। সেই সময় লন্ডনের এনএইচএম –এর জীবনবিজ্ঞান বিভাগের ড. ডেভিস গোয়ার, সায়েন্স, পলিসি অ্যান্ড কমিউনিকেশন শাখার প্রধান ড. জন জ্যাকসন এবং বোর্ড অফ স্ট্রাস্টির নির্দেশকের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রোজালিন্ড গ্লাস উপস্থিত ছিলেন।    

ড. বন্দ্যোপাধ্যায় বলেন, এনএইচএম –এর সঙ্গে এই সমঝোতা পত্র স্বাক্ষরের ফলে দুটি সংস্থাই লাভবান হবে। জেডএসআই –এর সদর দপ্তর কলকাতায়,  দেশের ১৬টি জায়গায় এই প্রতিষ্ঠানের আঞ্চলিক কেন্দ্র রয়েছে। জীব বৈচিত্র নিয়ে দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা ছাড়াও জেডএসআই –এর সংগ্রহে ৫০ লক্ষ প্রাণীর সংরক্ষিত দেহাবশেষ রয়েছে। ৪৫০ জন বিজ্ঞানী এবং বিজ্ঞান নিয়ে কাজ করা কর্মী জেডএসআই –এ প্রাণীজগত নিয়ে নানা গবেষণাধর্মী কাজ করেন। ড. গুড় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, জেডএসআই –এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের ফলে দুটি সংস্থার মধ্যে জীববৈচিত্র সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদহানি প্রতিরোধ করা এবং জলবায়ু পরিবর্তনের কুফল থেকে জৈব সম্পদকে রক্ষা করার মতো উদ্যোগে সুবিধে হবে।  

প্রাণীজগতের বিপন্ন প্রজাতিগুলি আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ফলে যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেই সংক্রান্ত ১৯৭৩ সালের আন্তর্জাতিক আইন, জীববৈচিত্র সংরক্ষণ সংক্রান্ত ১৯৯২ সালের কনভেনশন সহ জাতীয় এবং আঞ্চলিক বিভিন্ন আইন মেনে চলার ক্ষেত্রে দুটি সংস্থা দায়বদ্ধ। সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে উভয় সংস্থা একযোগে বিভিন্ন প্রাণীর বিষয়ে তথ্য সংগ্রহ করবে এবং সংরক্ষণের কাজ করবে। এছাড়াও প্রাণীর অঙ্গপ্রতঙ্গ সংরক্ষন সংক্রান্ত নানা তথ্যাদি আদান প্রদান করবে। এই চুক্তির মেয়াদ হবে ৫ বছরের। চুক্তির ফলে ট্যাক্সোনমিস্ট, জৈব সংরক্ষণবিদ ও নীতি নির্ধারকরা জীব সংরক্ষণের জন্য একযোগে কাজ করবে।     ভারতে সারা বিশ্বের মোট ভূখন্ডের মাত্র ২.৪ শতাংশ ভূখন্ড রয়েছে। অথচ সারা বিশ্বের জৈববৈচিত্রের ৮.১ শতাংশ ভারতে পাওয়া যায়। জেডএসআই –এর বিজ্ঞানীরা ভারত থেকে প্রতি বছর সাড়ে ৩০০ থেকে ৪০০ নতুন প্রজাতির প্রাণীর সন্ধান দেন। এদেশে ৪৫ হাজার রকমের গাছ এবং ১ লক্ষের বেশি নানা প্রজাতির প্রাণী রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়া, ইকুয়েডোর, পেরু, ভেনিজুয়েলা, ব্রাজিল, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, মাদাগাসকার, মালেশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, পাপুয়া নিউগিনি, চীন ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতকেও বৈচিত্রপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়। স্বাধীনতার আগে লন্ডনের এনএইচএম, ভারত থেকে বিভিন্ন প্রজাতির নমুনা সংগ্রহ করত। স্বাধীনতার পর জেডএসআই, এককভাবে এই কাজ শুরু করে। ভারতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জেডএসআই –এর সঙ্গে বিভিন্ন প্রাণীর দেহাবশেষ সংরক্ষণ নিয়ে গবেষণাধর্মী নানা কাজ করে।   

 

CG/CB/SFS


(Release ID: 1758038) Visitor Counter : 193


Read this release in: English , Hindi