শিল্পওবাণিজ্যমন্ত্রক

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আওতাধীন ডিরেক্টরট জেনারেল অফ ফরেন ট্রেডের উদ্যোগে কলকাতায় 'বাণিজ্য উৎসব'এর সূচনা

Posted On: 21 SEP 2021 6:48PM by PIB Kolkata

কলকাতা,২১ সেপ্টেম্বর, ২০২১

 

দেশের স্বাধীনতার ৭৫ বছর এবং তার গৌরবময় ইতিহাস উদযাপনের উদ্দেশ্যে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের উদ্যোগ নিয়েছে।এরই অঙ্গ হিসেবে বাণিজ্য বিভাগ ২০-২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশ জুড়ে  ‘বাণিজ্য সপ্তাহ’(বাণিজ্য ও শিল্প সপ্তাহ) উদযাপন করছে। 'আত্মনির্ভর ভারত'এর বিষয়কে তুলে ধরে দেশকে এক উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য দেশব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এই উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্য সরকার এবং রপ্তানি ও বিপণন উন্নয়ন সহকারী  সংস্থার সহযোগিতায় কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আওতাধীন ডিরেক্টরট জেনারেল অফ ফরেন ট্রেডের উদ্যোগে কলকাতার নিউটাউনে বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্রে আজ থেকে দু'দিন ব্যাপী 'বাণিজ্য উৎসব'এর আয়োজন করা হয়েছে।

এই বাণিজ্য উৎসবের সূচনা করেন ডিরেক্টরট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি)এর কলকাতা শাখার অতিরিক্ত মহানির্দেশক  অনিন্দিতা সেনগুপ্ত।তিনি বলেন জেলাগুলিকে রপ্তানি হাব হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।পাশাপাশি শ্রীমতী সেনগুপ্ত বলেন,এই বাণিজ্য উৎসবের  মাধ্যমে জেলার পণ্যগুলি যাতে বিদেশে রপ্তানি করা যায়, তার জন্য রপ্তানিকারকদের বিভিন্ন বিষয়ে সাহায্য  এবং সচেতন করে  তোলা হবে। জেলার রপ্তানিযোগ্য পণ্যগুলিকে চিহ্নিত করা, রপ্তানিকারকদের সমস্যা সমাধান ইত্যাদি বিষয়গুলি নিয়ে জেলাস্তরের প্রশাসনিক পর্যায়ের আধিকারিকের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান।

উল্লেখ্য,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে ১৫-ই অগাস্ট লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রতিটি জেলাকে রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে ছিলেন । সেই আহ্বানে সাড়া দিয়ে ২০২০ সালে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে ‘এক জেলা এক পণ্য’ কর্মসূচির সূচনা করা হয় । এই কর্মসূচি জেলার পণ্যকে বিশ্ব বাজারে তুলে ধরতে, আর্থিক বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে । এর ফলে দেশ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে । 

অনুষ্ঠানে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কমিশনার বি কে পান্ডা জানান রাজ্যে যথেষ্ট মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদ রয়েছে।একে কাজে লাগিয়ে আগামী দিনে জেলা ভিত্তিক রপ্তানি হাব গড়ে তোলার আহ্বান জানান তিনি। করোনা পরিস্থিতিতে লকডাউন থাকা সত্ত্বেও রাজ্যে পণ্য রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।বাণিজ্য উৎসবের সূচনা  অনুষ্ঠানে ক্যাপেক্সেল (সিএপিইএক্সএল)এর সভাপতি বি এইচ প্যাটেল সহ বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন।'বাণিজ্য উৎসব' উপলক্ষে বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্রে রপ্তানিক্ষেত্রে উৎসাহদানের বিষয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । এই প্রদর্শনীতে স্থানীয় রপ্তানিকারক, উৎপাদক এবং শিল্প সংস্থাগুলি যোগ দিয়েছে। 

 

CG/SS

ছবির শিরোনাম:

1) কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আওতাধীন ডিরেক্টরট জেনারেল অফ ফরেন ট্রেডের উদ্যোগে আয়োজিত বাণিজ্য উৎসবের সূচনা করছেন ডিজিএফটি কলকাতা শাখার অতিরিক্ত মহানির্দেশক অনিন্দিতা সেনগুপ্ত। ছবিতে সিএপিইএক্সএল'এর সভাপতি বি এইচ প্যাটেল, ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কমিশনার বি কে পান্ডা'কেও দেখা যাচ্ছে।

2) বাণিজ্য উৎসবের সূচনায় বক্তব্য রাখছেন ডিজিএফটি কলকাতা শাখার অতিরিক্ত মহানির্দেশক  অনিন্দিতা সেনগুপ্ত।

3) রপ্তানিক্ষেত্রে উৎসাহদানে আয়োজিত প্রদর্শনী

 

 

 

 

 

 

 



(Release ID: 1756779) Visitor Counter : 155


Read this release in: English