ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর জন্মদিনে বারাণসীতে হস্তশিল্পীদের ক্ষমতায়ণে কেভিআইসি বেশ কিছু নতুন উদ্যোগ হাতে নিয়েছে

प्रविष्टि तिथि: 17 SEP 2021 4:06PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭  সেপ্টেম্বর, ২০২১

 

        খাদি ও গ্রামোদ্যোগ শিল্প কমিশন (কেভিআইসি)একটি নতুন প্রকল্প শুরু করেছে যার নাম দেওয়া হয়েছে স্পিন। কমিশন বারাণসীতে এসএফইউআরটিআই প্রকল্পে ১১০ জন প্রান্তিক শিল্পীকে সাহায্য করছে। আজ ৭৮০টি বৈদ্যুতিন চাক দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গুজরাটে খাদি গ্রামোদ্যোগ শিল্প কমিশন কেভারিয়ায় মহিলাদের ৫০টি চরকা দিয়েছে। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে খাদি গ্রামোদ্যোগ শিল্প কমিশনের চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাক্সেনা উপস্থিত ছিলেন।  

        কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী শ্রী ভানুপ্রতাপ সিং বর্মা অনুষ্ঠানে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান এবং ঝাড়খন্ডের প্রান্তিক হস্তশিল্পীদের ব্যাঙ্ক থেকে লোন পাওয়ার ক্ষেত্রে সহজেই ঋণ পাবার ব্যবস্থা করেন। শ্রী ভার্মা কাশি পটারি ক্লাস্টারের উদ্বোধন করেন। বারাণসীর ভাট্টি গ্রামে কেভিআইসি এবং এসএফইউআরটিআই এই ক্লাস্টারটি তৈরিতে সহযোগিতা করেছে। শ্রী সাক্সেনা বলেন, প্রধানমন্ত্রীর সকলের হাতে কাজের অঙ্গীকার পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি কমিশন বারাণসীর ৮০ জন কাঠের মিস্ত্রিকে বিভিন্ন সরঞ্জাম দিয়েছে। এছাড়াও ২ হাজার বাঁশ গাছের চারা বারাণসীর সেবাপুরী আশ্রমে দান করেছে।

 

CG/CB/NS


(रिलीज़ आईडी: 1756141) आगंतुक पटल : 319
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी