শিল্পওবাণিজ্যমন্ত্রক

নির্দিষ্ট কিছু কৃষিপণ্যের জন্য কেন্দ্র “পরিবহণ ও বিপণন সহায়তা” প্রকল্পের সংশোধন করেছে

দুগ্ধজাত সামগ্রী, যা আগে এই প্রকল্পে অন্তর্ভুক্ত ছিল না, এখন এর সুবিধে পাবে
সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে, রপ্তানির জন্য সাহায্যের পরিমাণ সমুদ্র পথে ৫০ শতাংশ এবং আকাশ পথে ১০০ শতাংশ বাড়ানো হয়েছে

Posted On: 10 SEP 2021 4:00PM by PIB Kolkata

নতুন দিল্লি১০ সেপ্টেম্বর২০২১

 

কেন্দ্র নির্দিষ্ট কিছু কৃষিপণ্যের জন্য  পরিবহণ ও বিপণন সহায়তা” প্রকল্পের সংশোধন করেছে।

কেন্দ্রীয় বাণিজ্য বিভাগ ২০১৯ এর ফেব্রুয়ারীতে প্রকল্পটির সূচনা করে। ভারতীয় রপ্তানিকারকরা কৃষিপণ্য পরিবহণের সময় উচ্চহারে ব্যয় সমস্যার সম্মুখীন হতেন। তাদের সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক স্তরে পণ্য পরিবহণে সরকারসাহায্যের উদ্যোগ নিয়েছে। প্রাথমিক পর্বে ২০২০র ৩১শে মে পর্যন্ত এটি কার্যকর ছিল। পরবর্তীতে এই সময়সীমা এবছরের ৩১শে মার্চ পর্যন্ত বাড়ানো হয়।

এখন পয়লা এপ্রিলের পর থেকে আগামী বছরের ৩১শে মার্চ পর্যন্ত সংশোধিত পরিবহণ ও বিপণন সহায়তার সুযোগ নির্দিষ্ট কিছু কৃষিপণ্যের জন্য বরাদ্দ করার বাণিজ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পে উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে রয়েছে :

১। দুগ্ধজাত পণ্য এখন থেকে এই প্রকল্পের আওতাভুক্ত হল।

২। সমুদ্র পথে ৫০ শতাংশ এবং আকাশ পথে ১০০ শতাংশ সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে।

 বৈদেশিক বাণিজ্য দপ্তরের মহানির্দেশক সংশোধিত প্রকল্পের সুবিধা কিভাবে পাওয়া যাবেসে সংক্রান্ত বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করবে। বর্ধিত সহায়ক মূল্যের ফলে যে সব ভারতীয় রপ্তানীকারক কৃষিপণ্য রপ্তানি করেনতাদের পণ্য পরিবহণ বাবদ বাড়তি অর্থ দিতে হবে না।

 

CG/CB/SFS



(Release ID: 1754018) Visitor Counter : 181


Read this release in: English , Urdu , Hindi , Punjabi