স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড-১৯ টিকার উপস্থিতির বিষয়ে সর্বশেষ তথ্য
Posted On:
03 SEP 2021 9:32AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ সেপ্টেম্বর, ২০২১
কেন্দ্রীয় সরকার দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণের পরিধি বিস্তারে এবং এক্ষেত্রে গতি আনতে বদ্ধপরিকর। চলতি বছরের ২১ জুন থেকে কোভিড-১৯ সার্বিক টিকাকরণের নতুন পর্যায় শুরু হয়েছে। যাতে আরও বেশি সংখ্যক যোগ্য ব্যক্তি টিকা দেওয়া যায় তার জন্য রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে টিকা সরবরাহ অব্যাহত রেখেছে। কেন্দ্রীয় সরকার রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সুনির্দিষ্ট সরবরাহ-শৃঙ্খলের মাধ্যমে বিনামূল্যে টিকা পাঠাচ্ছে।
এ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ৬৫ কোটি ৯৯ হাজার ৮০টি টিকার ডোজ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করেছে। খুব শীঘ্রই আরও ১ কোটি ২০ লক্ষ ৯৫ হাজার ৭০০টি ডোজ সরবরাহ করবে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও পর্যন্ত ৪ কোটি ৩৬ লক্ষ ৮১ হাজার ৭৬০টি ডোজ মজুত রয়েছে।
CG/SS/SB
(Release ID: 1752132)
Visitor Counter : 184