অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

রাজ্যগুলিতে বিমান পরিবহন পরিকাঠামো শক্তিশালী করা হচ্ছে

Posted On: 28 AUG 2021 6:45PM by PIB Kolkata

নতুন দিল্লি২৮ অগাস্ট ,২০২১

 

কেন্দ্রীয় অসমারিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিরাজস্থানতামিলনাড়ুউত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে অনুরোধ করেছেনএই রাজ্যগুলির বিমান পরিবহন পরিকাঠামো শক্তিশালী করার বিষয়টি দ্রুত সম্পন্ন করতে তাঁরা যাতে ব্যক্তিগতস্তরে হস্তক্ষেপ করেন  ভারতের বিমানবন্দর কতৃপক্ষ বা এএআই ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে আগামী - বছরে ২০ হাজার কোটি টাকায় দেশে বিমানবন্দরগুলির উন্নয়ন  সম্প্রসারণের কাজ হাতে নিয়েছে  

শ্রী সিন্ধিয়া পুদুচেরি বিমানবন্দর উন্নয়নের জন্য এএআই-কে জমি হস্তান্তরের বিষয়টির প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী শ্রী এন রঙ্গস্বামীর দৃষ্টি আকর্ষণ করেছেন  তিনি বলেছেনযে এটিআর – ৭২/কিউ-৪০০ শ্রেণীর বিমান এবং আইএফআর কাজের জন্য পুদুচেরি বিমানবন্দরকে উপযুক্ত করে তুলতে রানওয়ে সম্প্রসারণের জন্য এএআই-এর প্রয়োজন ১১৬. একর জমি (তামিলনাড়ুতে ১০৪ একরপুদুচেরিতে ৫৭. একর) তবেএখনও পুদুচেরির প্রশাসন এবং তামিলনাড়ুর রাজ্য সরকার ওই জমি এএআই-এর হাতে তুলে দেয়নি  

একইভাবে রাজ্যস্থানের মুখ্যমন্ত্রী শ্রী অশোক গেহলটকে লেখা চিঠিতে শ্রী সিন্ধিয়া নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করেছেন  যার জন্য ওই রাজ্যে বিমান পরিবহন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প রূপায়নে অসুবিধা হচ্ছে 

•    রানওয়ে উন্নীতকরণের জন্য ডিজিসিএ সিএআর প্রয়োজনীয়তা মেটাতে উদয়পুর বিমানবন্দরে ১৪৫ একর জমির প্রয়োজন 

•    অসামরিক ছাউনির সম্প্রসারণের জন্য বিকানীর বিমানবন্দরে প্রয়োজন ৫৮.৮৮ একর জমি 

•    যোধপুর বিমানবন্দরে ৫৫. একর জমি প্রয়োজন অ্যাপ্রন  টার্মিনাল বিল্ডিংএএআই আবাসিক কলোনি এবং সিআইএসএফ-এর কোয়ার্টার নির্মাণের জন্য 

•    উত্তরলাই বিমানবন্দরে নতুন অসামরিক ছাউনির উন্নয়নের জন্য প্রয়োজন ৫১ একর জমি 

•    কোটা এবং উত্তরলাই বিমানবন্দরের উন্নীতকরণ করবে রাজ্য সরকার 

•    রিজিওনাল এয়ার কানেকটিভিটি ফান্ড ট্রাস্ট(আরএসিএফটি) – এর জন্য ভিজিএফ শেয়ার হিসেবে রাজ্য সরকারের বকেয়া আছে .৯৪ কোটি টাকা 

•    রাজ্য আঞ্চলিক যোগাযোগ কর্মসূচির জন্য ১০০ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং(ভিজিএফ)-এর জন্য রাজ্য সরকারের সম্মতি এখনও বাকি 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী এম কে স্ট্যালিনকে লেখা চিঠিতে শ্রী সিন্ধিয়া নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করেছেন 

•    আলোর বন্দোবস্ত এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের জন্য চেন্নাই বিমান বন্দরে প্রয়োজন ৯৩.০৪ একর জমি  তার মধ্যে মাত্র .০৪ একর জমি এআইএ- হাতে তুলে দেওয়া হয়েছে 

•    রানওয়ে সম্প্রসারণপ্রাথমিক স্ট্রিপ তৈরিঅ্যাপ্রনটার্মিনাল বিল্ডিং এবং সংশ্লিষ্ট পরিকাঠামোর জন্য ত্রিচি বিমানবন্দরে ৬৮৩.১১ একর জমি প্রয়োজন  এর মধ্যে মাত্র ৪০.৯৩ একর জমি দেওয়া হয়েছে এএআই-কে 

•    মাদুরাই বিমানবন্দরে প্রয়োজন ৬১৫.৯২ একর জমি  এপর্যন্ত দেওয়া হয়েছে ৫২৮.৮৮ একর জমি 

•    কোয়েম্বাটোরে প্রয়োজন ৬২৭.৮৯ একর জমি 

•    তুতিকোরিন বিমানবন্দরে প্রয়োজন ৬৯৭ একর জমি  তার মধ্যে দেওয়া হয়েছে ৬০০.৯৭ একর জমি 

•    সালেম  বিমানবন্দরের উন্নীতকরণের জন্য প্রয়োজন ৪৪৬ একর জমি 

•    ভেলোর বিমানবন্দরে প্রয়োজনীয় ৬২.০৭ একর জমির মধ্যে ১৩.৩৭ একর জমি এখনও দেওয়া হয়নি আরসিএস অপারেশনের জন্য  এছাড়া কোডসি শ্রেণীর বিমান চালানোর জন্য ভেলোর বিমানবন্দরের উন্নয়নের জন্য প্রয়োজন ৪৪১ একর জমি 

•    পুদুচেরি বিমানবন্দরের উন্নয়নের জন্য  প্রয়োজনীয় জমির মধ্যে ১০৪ একর পড়ছে তামিলনাড়ুর দিকে 

•    ভারতীয় বিমান বাহিনীর জন্য এখনও জমি চিহ্নিত করেনি রাজ্য সরকার । যার পরিবর্তে তান্জাভুর বিমানবন্দরে অসামরিক ছাউনি তৈরি করতে তাদের অনুমতি মেলার কথা 

•    আন্তর্জাতিক উড়ান চলাচলের জন্য ১০০ভিজিএফ সহায়তা দিতে রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন 

•    রিজিওনাল এয়ার কানেকটিভিটি ফান্ড ট্রাস্ট(আরএসিএফটি) – এর জন্য ভিজিএফ শেয়ার হিসেবে রাজ্য সরকারের বকেয়া আছে .৯২ কোটি টাকা   

শ্রী সিন্ধিয়া নিম্নলিখিত বিষয়ে  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথের দৃষ্টি আকর্ষণ করেছেন 

•    অযোধ্যা বিমানবন্দরের পর্যায়ভিত্তিক উন্নয়নের জন্য প্রয়োজন ৬৬০ একর জমি 

•    গোরখপুর বিমানবন্দরে নতুন অসামরিক ছাউনির উন্নয়নের জন্য প্রয়োজন ৬০ একর জমি 

•    আগ্রায় অসামরিক ছাউনির সম্প্রসারণের জন্য প্রয়োজন ৫৭ একর জমি 

•    উড়ান কর্মসূচির জন্য অযোধ্যাঝাঁসিমুইরপুরআলিগড়আজমগড়মোরাদাবাদচিত্রকূটসাহারানপুরগাজিপুর এবং শ্রাবস্তীর বিমানবন্দরের উন্নয়নের কাজ করতে হবে রাজ্য সরকারকে 

•    রিজিওনাল এয়ার কানেকটিভিটি ফান্ড ট্রাস্ট(আরএসিএফটি) – এর জন্য ভিজিএফ শেয়ার হিসেবে রাজ্য সরকারের বকেয়া আছে  কোটি টাকা 

শ্রী সিন্ধিয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করেছেন নিম্নলিখিত বিষয়গুলির প্রতি :-

•    বাগডোগরা বিমানবন্দরের উন্নয়নের জন্য ১০৪.৬৫ একর জমি প্রয়োজন বলে এএআই জানিয়েছে।  

•    আরসিএস অপারেশন শুরু করতে হাসিমারা বিমানবন্দরের উন্নয়নের জন্য প্রয়োজন ৩৭.৭৪ একর জমি 

•    আরসিএস অপারেশন চালু করতে কলাইকুন্ডা বিমানবন্দরের উন্নয়নের জন্য প্রয়োজন ৩৮. একর জমি 

•    বার্ণপুর বিমানবন্দরকে আরসিএস-উড়ানের উপযুক্ত করে তুলতে প্রতিবন্ধকতা দূরীকরণের প্রয়োজন আছে 

•    বাগডোগরা-কাঠমান্ডুবাগডোগড়া – ব্যাঙ্কক রুটে আন্তর্জাতিক উড়ান চালু করতে ১০০ভিজিএফ সাহায্য দিতে রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন  সম্মতি পেলে ওই রুটগুলি বিমান সংস্থার জন্য নিলামে দেওয়া হবে 

•    রিজিওনাল এয়ার কানেকটিভিটি ফান্ড ট্রাস্ট(আরএসিএফটি) – এর জন্য ভিজিএফ শেয়ার হিসেবে রাজ্য সরকারের বকেয়া আছে .৯৭ কোটি টাকা 

•    কলকাতা-কোচবিহার-কলকাতা এবং গুয়াহাটি-কোচবিহার-গুয়াহাটি রুটে রাজ্য সরকারের কাছ থেকে ১০০ভিজিএফ-এর সম্মতি পাওয়া যায়নি এখনও 

এর আগে শ্রী সিন্ধিয়া ২৫ অগাস্ট অন্ধ্রপ্রদেশঅরুণাচল প্রদেশঅসমবিহারছত্তিশগড়২৬ অগাস্ট গোয়াগুজরাটহিমাচল প্রদেশঝাড়খণ্ডকর্ণাটক২৭ অগাস্ট কেরলমধ্যপ্রদেশমহারাষ্ট্রনাগাল্যান্ড এবং ওড়িশার মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে তাদের ব্যক্তিগত হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেন,  যাতে ওই সব রাজ্যগুলিতে   বিমান পরিবহন পরিকাঠামো শক্তিশালী করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া যায় 

 

CG/AP/NR



(Release ID: 1750045) Visitor Counter : 215


Read this release in: English , Hindi