আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

স্মার্টসিটি মিশনের আওতায় ৪৮,১৫০ কোটি টাকা মূল্যের ২,৭৮১টি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে

Posted On: 11 AUG 2021 2:39PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ অগাস্ট, ২০২১

কেন্দ্রীয় সরকার দেশের ১০০টি শহরকে স্মার্টসিটি হিসেবে গড়ে তুলতে ২০১৫ সালের ২৫শে জুন স্মার্টসিটি মিশন-এর সূচনা করে । ২০১৬-র জানুয়ারী থেকে ২০১৮-র জুন পর্যন্ত ৪টি পর্যায়ে এই ১০০টি শহর নির্বাচিত করা হয় । এরপর এই শহরগুলিকে স্মার্টসিটি হিসেবে গড়ে তুলতে কাজ শুরু হয় । চলতি বছরের ৯-ই জুলাই পর্যন্ত ১,৮০,৮৭৩ কোটি টাকা মূল্যের মোট ৬০১৭টি প্রকল্পের জন্য দরপত্র দেওয়া হয়েছে । এরমধ্যে ১,৪৯,২৫১ কোটি টাকা মূল্যের ৫,৩৭৫টি প্রকল্পের কাজের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে । এই বিজ্ঞপ্তি জারি হওয়া কাজগুলির মধ্যে ৪৮,১৫০ কোটি টাকা মূল্যের ২,৭৮১টি প্রকল্পের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে । কেন্দ্রীয় সরকার এই স্মার্টসিটি গঠনের জন্য তার অংশিদারিত্ব হিসেবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২৩,৯২৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে । এরমধ্যে ২০,৪১০.১৪ কোটি টাকা স্মার্টসিটির কাজে খরচ করা হয়েছে । কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক সময়ে সময়ে এই স্মার্টসিটি গঠনের কাজের অগ্রগতি খতিয়ে দেখেছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নিউটাউনে ৭০.৯৮ কোটি টাকা মূল্যের ৬৪টি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে ।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর ।

CG/SS/RAB



(Release ID: 1744961) Visitor Counter : 110


Read this release in: English , Marathi