উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক

বরোল্যান্ড আঞ্চলিক পরিষদের জন্য তহবিল

Posted On: 11 AUG 2021 1:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ আগস্ট, ২০২১

কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক বরোল্যান্ড আঞ্চলিক কর্তৃপক্ষের জন্য পৃথকভাবে তহবিল বরাদ্দ করে না। অবশ্য, মন্ত্রক বরোল্যান্ড আঞ্চলিক পরিষদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আসাম সরকারকে বিশেষ তহবিল দিয়ে থাকে। বিশেষ তহবিল হিসেবে পরিষদের জন্য ৭৫০ কোটি টাকার প্যাকেজ মঞ্জুর করা হয়েছে। এই খাতে ৬৫টি প্রকল্পের জন্য ইতিমধ্যে ৭৪৯ কোটি ৬৩ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। চালু প্রকল্পগুলির মধ্যে ৫১টি প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং বাকি ১৪টি প্রকল্পের কাজ চলছে। আসাম সরকারকে বরোল্যান্ড আঞ্চলিক পরিষদের জন্য বিশেষ প্যাকেজের আওতায় গত পাঁচ বছরে ৭৭ কোটি ৩২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন কর্মসূচির আওতায় আসামে ৮০৪টি প্রকল্প রূপায়ণে ৮ হাজার ৫০৪ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
প্রকল্প খাতে বরাদ্দকৃত তহবিলের অর্থ যাবতীয় নথিপত্র এবং কাজকর্মের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট খতিয়ে দেখার পর দেওয়া হয়ে থাকে। এদিকে, ভারত সরকার, আসাম সরকার এবং বরো গোষ্ঠীগুলির মধ্যে গত বছরের ২৭ জানুয়ারী স্বাক্ষরিত নতুন সমঝোতাপত্র অনুযায়ী আসাম সরকার বিশেষ আর্থিক প্যাকেজের আওতায় বরোল্যান্ড আঞ্চলিক কর্তৃপক্ষের এলাকা উন্নয়নের জন্য তিন বছরে ২৫০ কোটি টাকা খরচ করতে পারে। এছাড়াও ভারত সরকার এই একই খাতে প্রতি বছর অতিরিক্ত ২৫০ কোটি টাকা দিতে পারে। তবে, আসাম সরকারের কাছ থেকে ৩ বছর মেয়াদে ৭৫০ কোটি টাকার প্রকল্প রূপায়ণ খাতে কোন প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে আসেনি।
লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি।
 
CG/BD/AS



(Release ID: 1744915) Visitor Counter : 154


Read this release in: English , Urdu