পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
জাতীয় জৈব জ্বালানী নীতি ২০১৮-এর মাধ্যমে সারা দেশে জৈব বস্তুর মূল্যায়ণ করে একটি জাতীয় জৈব ভান্ডার গঠনের পরিকল্পনা রয়েছে
Posted On:
09 AUG 2021 2:34PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৯ আগস্ট, ২০২১
জাতীয় জৈব জ্বালানী নীতি ২০১৮-এর মাধ্যমে সারা দেশে জৈব বস্তুর মূল্যায়ণ করে একটি জাতীয় জৈব ভান্ডার গঠনের পরিকল্পনা রয়েছে। লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আওতাধীন স্বশাসিত সংস্থা তথ্যপ্রযুক্তি, পূর্বাভাস এবং মূল্যায়ণ পর্ষদ (টিআইএফএসি) ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ‘জৈব জ্বালানী উৎপাদনের জন্য ভারতে উদ্বৃত্ত শস্যের অবশিষ্টাংশ’ শীর্ষক শিরোনামে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। এই গবেষণা অনুসারে হায়দ্রাবাদে অবস্থিত জাতীয় রিমোট সেন্সিং সেন্টার (এমআরএসসি)এর সঙ্গে টিআইএফএসি সমগ্র দেশজুড়ে অবশিষ্টাংশ জৈব বস্তু এবং এর শক্তি ক্ষমতা বিষয়ে অনুসন্ধান চালিয়েছে। মূলত ধান, গম, আখ এবং তুলো এই চারটি ফসলের ওপর ভিত্তি করে গবেষণার কাজ চালানো হয়। এই ফসলগুলির অবশিষ্টাংশ কিভাবে জৈব জ্বালানী হিসেবে ব্যবহার করা যায় তা নিয়েই এই গবেষণার কাজ চলে।
সরকার গুড় ছাড়াও অন্যান্য খাদ্য সামগ্রী নয় এমন ফিডস্টক যেমন পেট্রো কেমিক্যাল ক্ষেত্র সহ সেলুলোসিক ও লিগনোসেলুলোসিক উপকরণ থেকে উৎপাদিত ইথানল কেনার অনুমতি দিয়েছে। দ্বিতীয় প্রজন্মের(টুজি) ইথানল জৈব-সংশোধনাগারগুলির জন্য রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি রাজ্য সরকার ও প্রযুক্তি সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। হরিয়ানার পানিপথ, পাঞ্জাবের ভাতিন্দা, ওড়িশার বারগড়, আসামের নুমালিগড় এবং কর্নাটকের দাভানগেরেতে ইথানল মিশ্রিত পেট্রোল কর্মসূচির জন্য রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি দ্বিতীয় প্রজন্মের ইথানল জৈব-শোধনাগার স্থাপনের পরিকল্পনা করেছে। ইথানল মিশ্রিত পেট্রোল তৈরির কর্মসূচির আওতায় ২০১৭-১৮ ইথানল সরবরাহ বর্ষে ১৫০.৫০ কোটি লিটার, ২০১৮-১৯এ ১৮৮.৫৭ কোটি লিটার, ২০১৯-২০তে ১৭৩.০৩ কোটি লিটার এবং চলতি বছরের দোসরা আগস্ট পর্যন্ত ২০৯.৬৭ কোটি লিটার ইথানল সরবরাহ করা হয়েছে। পাঞ্জাবের ভাতিন্দায় এইচপিসিএল, হরিয়ানার পানিপথে আইওসিএল, ওড়িশার বারগড়ে বিপিসিএল এবং অসমের নুমালিগড়ে এনআরএল- এই চারটি বাণিজ্যিক প্রকল্পে প্রতিটি ক্ষেত্রে দেড়শো কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে সরকার। এছাড়াও 'প্রধানমন্ত্রী জৈব ইন্ধন – বাতাবরণ অনুকূল ফসল অবশেষ নিবারণ যোজনা'এর আওতায় হরিয়ানার পানিপথে আইওসিএল-এর একটি কৌশল প্রদর্শন প্ল্যান্টের জন্য ১৫ কোটি টাকা দেওয়া হয়েছে।
CG/SS/NS
(Release ID: 1744619)
Visitor Counter : 143