স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

পিএমজেএওয়াই-এর মাধ্যমে কোভিড রোগীদের চিকিৎসা

Posted On: 06 AUG 2021 2:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ আগস্ট, ২০২১

জনস্বাস্থ্য রাজ্যের এক্তিয়ারভুক্ত। কোভিড-১৯ মহামারীর চিকিৎসার দায়িত্ব মূলত রাজ্য সরকারের। কোভিড নমুনার পরীক্ষা এবং রোগীর চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই)-এর আওতায় সুবিধাভোগীরা যাতে বিনামূল্যে চিকিৎসা পান তার জন্য জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
কোভিড সংক্রান্ত চিকিৎসার জন্য প্রথমে বিশেষ প্যাকেজ ঘোষিত হয়েছিল। অনেক রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল কোভিডের নমুনা পরীক্ষা এবং চিকিৎসা সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দাদের বিনামূল্যে করা হবে। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যপ্রযুক্তি মঞ্চ ব্যবহার করে কোনও কোনও সুবিধাভোগী সাধারণ এবং কোভিড নির্ধারিত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিয়েছেন। ২০২০-২১ অর্থবর্ষে হাসপাতালগুলিতে মোট ৩ লক্ষ ২৭ হাজার ৬৭২টি ভর্তি পিএমজেএওয়াই-এর মাধ্যমে হয়েছে। এই যোজনায় কোভিড এবং কোভিড নয় – দু’ধরনের চিকিৎসার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবর্ষে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যে ৫,৫৩৭ কোটি ২ লক্ষ টাকা দেওয়া হয়েছে তার মধ্যে ২০২০-২১ অর্থবর্ষে ১,১৫৭ কোটি ৬৬ লক্ষ টাকা কোভিডের চিকিৎসার কাজে ব্যয় করা হয়েছে।
পিএমজেএওয়াই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা নির্দিষ্ট তালিকাভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসার জন্য যান। নাগরিকদের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাওয়ায় তাঁদের সুবিধের জন্য আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করা হয়েছে। ২০২০-র জানুয়ারি থেকে ২০২১-এর জুন পর্যন্ত ৪ কোটি ৩০ লক্ষ সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। এর মধ্যে আসামে তপশিলি জাতিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা ২,৯৯৩ জন, উপজাতিভুক্ত নাগরিকদের মধ্যে সুবিধাভোগীর সংখ্যা ৩,৭৩০ জন। আর ওই রাজ্যে ৫১,৯০৪ জন মহিলা এই যোজনায় উপকৃত হয়েছেন। ত্রিপুরায় ৩৮৩ জন তপশিলি জাতিভুক্ত, ১১৬ জন তপশিলি উপজাতিভুক্ত এবং ১,০৮০ জন মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৫০ জন মহিলা পিএমজেএওয়াই প্রকল্পের সুবিধা লাভ করেছেন।
 জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ কমন সার্ভিস সেন্টার ই-গর্ভন্যান্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড এবং ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের সঙ্গে যৌথভাবে সুবিধাভোগীদের মধ্যে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড বিতরণ করে। কর্তৃপক্ষ এখন ‘আপ কা দ্বার আয়ুষ্মান’ প্রকল্পের সূচনা করেছে। সামনের সারির স্বাস্থ্যকর্মী, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সুবিধাভোগীদের হাতে কার্ড তুলে দিচ্ছেন।
এই প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া সম্ভব সে বিষয়ে নিবিড় প্রচার চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ বাস টার্মিনাস, ট্রেনের কামরায়, জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে, বেতার ও টেলিভিশনে এ বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। গ্রাম পর্যায়ে সুবিধাভোগীদের বিষয়ে যাবতীয় তথ্য প্রকাশ করে সেগুলি যাচাই করাও হচ্ছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার।

CG/CB/DM



(Release ID: 1743347) Visitor Counter : 169


Read this release in: English , Punjabi