স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবস্থা

Posted On: 06 AUG 2021 2:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ অগাস্ট, ২০২১

রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার সভাপতিত্বে জনসংখ্যার পূর্বানুমান সম্পর্কিত কারিগরি গোষ্ঠীর গত বছরের জুলাই মাসের প্রতিবেদন অনুযায়ী, দেশে জনসংখ্যার আগাম হিসাব রাজ্য/কেন্দ্রওয়াড়ি জনসংখ্যায় অগ্রগতির হার এবং গত ৫ বছরে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জনসংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান অ্যানেক্সচার-১ এ দেওয়া হয়েছে। (অ্যানেক্সচার-১ এ দেওয়া পরিসংখ্যান দেখতে এই লিঙ্কটি ক্লিক করুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743140)।
সরকার গত ৫ বছরে জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে মিশন পরিবার বিকাশ। ৭টি রাজ্যের ১৪৬টি জেলায়, যেখানে গর্ভধারণের হার বেশি, সেখানে গর্ভনিরোধক ব্যবস্থা গ্রহণ করে পরিবার পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে এই কর্মসূচি রূপাতিয় হচ্ছে। পছন্দসই গর্ভনিরোধক ব্যবস্থা আরও সম্প্রসারিত হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে ইঞ্জেকশন হিসাবে অন্তরা কর্মসূচিতে গর্ভনিরোধক উপাদান দেওয়া হচ্ছে। পরিবার পরিকল্পনার জন্য গণমাধ্যমে অভিযান চালানো হচ্ছে, যাতে গর্ভনিরোধক ব্যবস্থাগুলি সম্পর্কে আরও বেশি সচেতনতা গড়ে তোলা যায়। প্রতি বছর একপক্ষকালীন কর্মসূচি আয়োজনের মাধ্যমে পরিবার পরিকল্পনার ব্যাপারে সচেতন করে তুলতে ১১-১৪ জুলাই পর্যন্ত বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে একাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রতি বছর নভেম্বর মাসে নির্বীজকরণের ব্যাপারে পুরুষদের উৎসাহিত করতে একপক্ষকালীন কর্মসূচি গ্রহণ করা হয়ে আসছে। এছাড়াও, আশা কর্মীরা সুফলভোগীদের বাড়িতে গিয়ে বিভিন্ন গর্ভনিরোধক উপাদান পৌঁছে দিয়ে আসছেন।
কেন্দ্রীয় সরকার জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি রূপায়ণ করে আসছে। এর ফলে, পরিবার পরিকল্পনার ক্ষেত্রে লক্ষ্যণীয় অগ্রগতি ঘটেছে। পরিসংখ্যান অনুযায়ী, গর্ভধারণের হার ২০০৫-এ ২.৯ থেকে কমে ২০১৮’তে ২.২ হয়েছে। ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২৮টিতে ইতিমধ্যেই গর্ভধারণের হার ২.১ বা তার কম হয়েছে। নির্দিষ্ট সময়ের আগেই শিশু জন্মের হার ২০০৫-এর ২৩.৮ থেকে কমে ২০১৮’তে ২০.০ হয়েছে। দশকব্যাপী জনসংখ্যায় বৃদ্ধি হার ১৯৯০-২০০০ পর্যন্ত দশকে ২১.৫৪ শতাংশ থেকে কমে ২০০১-২০১১ দশকটিতে ১৭.৬৪ শতাংশ হয়েছে। এমনকি, ইচ্ছে-নির্ভর গর্ভধারণ হার তৃতীয় জাতীয় পরিবার সমীক্ষায় ১.৯ থেকে কমে চতুর্থ জাতীয় পরিবার সমীক্ষায় ১.৮ হয়েছে।
পরিবার পরিকল্পনা একটি টার্গেট ফ্রি নির্দিষ্ট সময় বহির্ভূত রূপায়ণোপযোগী কর্মসূচি। তাই, সরকার স্বেচ্ছায় ও সম্পূর্ণ সচেতন হওয়ার ভিত্তিতে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে।
লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার

CG/BD/SB


(Release ID: 1743263) Visitor Counter : 1553


Read this release in: English , Punjabi