সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

বেশি জ্বালানী সাশ্রয় ও সুখকর ভ্রমণের জন্য টায়ারের স্টার রেটিং করার প্রস্তাব

प्रविष्टि तिथि: 05 AUG 2021 1:18PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৫ই আগস্ট, ২০২১


মন্ত্রক, এ আই এস ১৪২:২০১৯ এর দ্বিতীয় স্তর অনুযায়ী  টায়ারের শ্রেণী বিন্যাস করতে ১৯৮৯ সালের যানবাহন বিধির ৯৫ ধারাটি ১৭ই মে সংশোধন করে। এ ক্ষেত্রে চাকা গড়ানোর ক্ষমতা, ভিজে জায়গায় চাকা যাতে পিছলে না যায় এবং গাড়ি চলার সময় চাকার  আওয়াজের বিষয়টি বিবেচিত হবে। এর উপর ভিত্তি করে ভারতীয় মানক ব্যুরোর  নিয়ম অনুযায়ী সি১, সি২ ও সি৩ শ্রেনী বিন্যাস করা হবে।

চাকা মসৃণভাবে চললে জ্বালানীর সাশ্রয় হয়, ভিজে জায়গায় চাকা পিছলে না গেলে সেটির ব্রেক আটকানোর ক্ষমতা ভালো হয় আর চলার সময় আওয়াজ কম  হলে ভ্রমণ সুখকর হয়।

এই তিনটি দিক বিবেচনা করে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক দেশে টায়ারের স্টার রেটিং বা লেবেলিং করবে।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক  শ্রী নীতীন গড়করি।

 

CG/CB/


(रिलीज़ आईडी: 1742754) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu