পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

অপরিশোধিত তেল আমদানি কমাতে সরকার সব রকম প্রয়াস চালাচ্ছে

Posted On: 04 AUG 2021 3:26PM by PIB Kolkata

নতুন দিল্লি,৪ আগস্ট, ২০২১

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি আজ রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন যে, সরকার অপরিশোধিত তেল আমদানি কমাতে সব ধরনের প্রয়াস চালাচ্ছে।  পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির উপর নির্ভরতা কমাতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে।  শক্তি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সংরক্ষণ ব্যবস্থাপনার বিষয়ে প্রচার, বিকল্প চাহিদার উপর জোর দেওয়া, জৈব জ্বালানি এবং অন্যান্য বিকল্প জ্বালানি/ পুনর্নবীকরণযোগ্য‌ শক্তি ক্ষেত্রের বিষয়ে উৎসাহদান, তেল ও প্রাকৃতিক গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং শোধনাগারের উন্নতিসাধন- এই পাঁচটি বিষয়ে সরকার বিশেষ জোর দিয়েছে ।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন তেল ও প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং একাধিক নীতিতে পরিবর্তন নিয়ে এসেছে। তিনি আরও জানান সরকার নগর গ্যাস বিতরণ (সিজিডি) ব্যবস্থাপনার সুবিধার সম্প্রসারণ করে পরিবেশবান্ধব পরিবহণ জ্বালানি অর্থাৎ সিএনজি'র ব্যবহারের বিষয়ে জোর দিয়েছে।পেট্রোলে ইথানল মিশ্রণ কর্মসূচি গ্রহণ ও ডিজেলে জৈব-ডিজেল মিশ্রণ করার মাধ্যমে ইথানল এবং জৈব-ডিজেলের মতো বিকল্প জ্বালানি ব্যবহারে উৎসাহিত করার জন্য সরকার বেশ কয়েকটি উদ্যোগও নিয়েছে।এর জন্য 'জাতীয় জৈব জ্বালানি নীতি ২০১৮' গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

CG/SS

 



(Release ID: 1742344) Visitor Counter : 120


Read this release in: English , Tamil