স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯-এর জন্য বিশেষ তহবিল

Posted On: 03 AUG 2021 3:23PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ আগস্ট, ২০২১

 

কেন্দ্রীয় সরকার কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে। এর পাশাপাশি অতিমারি পরিস্থিতি সামাল দিতে প্রচলিত স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যগুলিকে লজিস্টিক এবং আর্থিকভাবে সাহায্য করছে।

কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে আর্থিক সহায়তার পাশাপাশি কোভিড মোকাবিলাতেও সাহায্য করছে।

২০১৯-২০ অর্থবছরে জাতীয় স্বাস্থ্য মিশন খাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির জন্য ১১১৩.২১ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।

এছাড়াও, ২০২০ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে ২০১৯-২০ অর্থবছরের জন্য এস ডি আর এফ  তহবিলের সর্বোচ্চ ৩৫ শতাংশ ব্যয় করার অনুমোদন দিয়েছে।

কেন্দ্রীয় সরকার ২০২০-২১ অর্থবছরে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে কোভিড মোকাবিলায় জরুরী প্রয়োজনে মোট ৮২৫৭.৮৮ কোটি টাকা মঞ্জুর করে।

এছাড়াও, ইন্ডিয়া কোভিড-১৯ এমার্জেন্সি রেসপন্স এন্ড হেলথ সিস্টেম প্রিপেয়ার্ডনেস প্যাকেজ- ফেস টু-র মাধ্যমে ২৩,১২৩ কোটি টাকা মন্ত্রিসভা অনুমোদন করে। এপর্যন্ত কেন্দ্রীয় সরকার ২০২১-২২ অর্থবছরে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির জন্য মোট ১৮২৭.৭৮ কোটি টাকা অনুমোদন করেছে।

কেন্দ্রীয় সরকার বিগত ৩০ জুলাই, ২০২১ পর্যন্ত ৪.২৩ কোটি এন-৯৫ মাস্ক, ১.৭৭ কোটি পিপিই কিট, ৪৮,৪২০ টি ভেন্টিলেটর এবং ১.০৩ কোটি রেমডিসেভির রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে সরবরাহ করেছে। এর পাশাপাশি, কেন্দ্র রাজ্যগুলিকে গত ৩১ জুলাই পর্যন্ত ৪৮.৪০ কোটি কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে ২০২১- এর ফেব্রুয়ারিতে দৈনিক ১২৯২ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করা হয়েছে। এপ্রিলে যা বেড়ে হয়েছে ৮৫৯৩ মেট্রিক টন।  অন্যদিকে, ২৮ মে পর্যন্ত তরল মেডিকেল অক্সিজেন সরবরাহের পরিমাণ ছিল ১০,২৫০ মেট্রিক টন।

আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার এই তথ্য জানিয়েছেন।

 

CG/ SB



(Release ID: 1742060) Visitor Counter : 115


Read this release in: English , Urdu