যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

অলিম্পিক এবং এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় ক্রীড়া বিদদের দক্ষতা ক্ষেত্রে উৎসাহ যোগাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে : শ্রী অনুরাগ ঠাকুর

Posted On: 29 JUL 2021 8:09AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৯ জুলাই, ২০২১

অলিম্পিক এবং এশিয়ান গেমস সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতাকে ঘিরে প্রস্তুতি প্রতিনিয়তই চলতে থাকে। ক্রীড়া বিদদের প্রস্তুতির জন্য প্রশিক্ষণ এবং যথাযথ সরঞ্জামের ব্যবস্থা করা হয়। জাতীয় ক্রীড়া সংস্থা ‘সহায়তা প্রকল্প’-এর আওতায় অলিম্পিক সহ আন্তর্জাতিক খেলাধুলোর জন্য ক্রীড়া বিদদের প্রস্তুতিতে যথাযথ সাহায্য প্রদান করে থাকে। ভারত এবং বিদেশে প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করা, ভারতীয় ও বিদেশী প্রশিক্ষককে নিযুক্ত করা, প্রশিক্ষণ সরঞ্জামের ব্যবস্থা, চোটের জন্য চিকিৎসা বীমার সুবিধা ইত্যাদি নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।
পাশাপাশি অলিম্পিক এবং এশিয়ান গেমসের জন্য ক্রীড়া বিদদের প্রস্তুত করতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম (টিওপিএস)-এর আওতায় সরকার ক্রীড়া বিদদের প্রস্তুতির জন্য সাহায্য প্রদান করেছে। এমনকি টোকিও অলিম্পিকে ভারতীয় ক্রীড়া বিদের দলকে সবরকম সহায়তার জন্য এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। খেলাধুলো যদিও রাজ্যের আওতাভুক্ত, তবুও কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশের ক্রীড়া বিদদের প্রতিভা বিকাশে সাহায্য করে চলেছে। ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সংশ্লিষ্ট ক্রীড়া বিদদের আর্থিক সহায়তার জন্য অনুদান দিয়েছে। এমনকি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ক্রীড়া বিদদের প্রশিক্ষণের জন্য একাধিক প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করেছে। অলিম্পিক, প্যারা অলিম্পিক, এশিয়ান গেমস, প্যারা এশিয়ান গেমস, ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শিপ, কমনওয়েলথ গেমসে পদক প্রাপ্তদের জন্য ‘মেধাবী ক্রীড়া বিদদের পেনশন প্রকল্প’-এর আওতায় মাসিক পেনশনের ব্যবস্থাও করেছে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক। এমনকি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় কল্যাণ তহবিল প্রকল্প কার্যকর করার মাধ্যমে আর্থিক দুরবস্থায় থাকায় ক্রীড়া ব্যক্তিত্বদের এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থাও করেছে মন্ত্রক। পাশাপাশি চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর।

CG/SS/SKD



(Release ID: 1740533) Visitor Counter : 153


Read this release in: English