স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সামগ্রিকভাবে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৪৫ কোটির মাইলফলক ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৩ লক্ষের বেশি টিকাকরণ
জাতীয় স্তরে সুস্থতার হার ৯৭.৩৮%
দেশে গত ২৪ ঘণ্টায় দৈনিক ভিত্তিতে নতুন আক্রান্তের সংখ্যা ৪৩,৫০৯
ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৪ লক্ষ ৩ হাজার ৮৪০, যা মোট আক্রান্তের ১.২৮%
দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ২.৫২%, যা লাগাতার ৫২ দিন ৫ শতাংশের নিচে

Posted On: 29 JUL 2021 3:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২১

 

ভারতে সার্বিকভাবে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা বুধবার ৪৫ কোটির মাইলফলক ছাড়িয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী সারা দেশে ৪৫ কোটি ৭ লক্ষ ৬ হাজার ২৫৭টি টিকাকরণ হয়েছে। একইভাবে গত ২৪ ঘণ্টায় ৪৩ লক্ষ ৯২ হাজার ৬৯৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

দেশে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ :

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০২,৯৬,১৬৬

দ্বিতীয় ডোজ

৭৭,৭১,৭৮৭

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা কর্মী

প্রথম ডোজ

,৭৯,১৪,১৭৬

দ্বিতীয় ডোজ

,১০,৮১,৫৭৯

১৮-৪৪ বছর বয়সী ব্যক্তি

প্রথম ডোজ

১৪,৬৮,৮৪,৩১৪

দ্বিতীয় ডোজ

৭২,০৯,৭৪৪

৪৫-৫৯ বছর বয়সী ব্যক্তি

প্রথম ডোজ

১০,৩০,৯৯,৮৬১

দ্বিতীয় ডোজ

,৬৮,৩২,৬৭৫

ষাটোর্ধ্ব ব্যক্তি

প্রথম ডোজ

,৪৩,৫০,৭৫৪

দ্বিতীয় ডোজ

,৫২,৫৫,২০১

মোট

৪৫,০৭,০৬,২৫৭

দেশে সর্বজনীন কোভিড রোগীর টিকাকরণের নতুন পর্যায়ের সূচনা হয় গত ২১ জুন। কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।

মহামারীর সূচনার সময় থেকেই আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যেই ৩ কোটি ৭ লক্ষ ১ হাজার ৬১২ জন করোনামুক্ত হয়েছেন। একইভাবে গত ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ৩৮,৪৬৫ জন রোগী। এর ফলে জাতীয় স্তরে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৩৮ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৩,৫০৯। লাগাতার ৩২ দিন দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ ৪ লক্ষ ৩ হাজার ৮৪০, যা দেশে মোট আক্রান্তের কেবল ১.২৮ শতাংশ।

দেশে নমুনা পরীক্ষার পরিকাঠামো বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গত ২৪ ঘণ্টায় ১৭ লক্ষ ২৮ হাজার ৭৯৫টি পরীক্ষা হয়েছে। এর ফলে দেশে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৬ কোটি ২৬ লক্ষ ২৯ হাজার ৭৭৩।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার পরিকাঠামো বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে বর্তমানে ২.৩৮ শতাংশ। একইভাবে, দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ২.৫২ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ৫২ দিন ৫ শতাংশের নিচে রয়েছে।

 

CG/BD/DM/….29th July, 2021……(420)


(Release ID: 1740298) Visitor Counter : 189


Read this release in: English