সংস্কৃতিমন্ত্রক

‘মহাকাশ পর্যটন: পরবর্তী গন্তব্য’

Posted On: 28 JUL 2021 3:51PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৮  জুলাই, ২০২১

 

মুম্বাইয়ের নেহেরু সায়েন্স সেন্টার, অ্যারোনটিকাল সোস্যাইটি অফ ইন্ডিয়ার মুম্বাই শাখার সঙ্গে মহাকাশ পর্যটনের ওপর একটি অনলাইন বক্তৃতার আয়োজন করে। মুম্বাইয়ের ভিএম মেডিকেল সেন্টারের এয়ারোস্পেস মেডিসিন স্পেশালিস্ট ডাঃ পুনিতা মাসরানী অনলাইনের এই বক্তৃতায় মহাকাশে বাণিজ্যিক সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।   

সম্প্রতি দুই মার্কিন কোটিপতি রিচার্ড ব্রনসন এবং জেফ বেজোস তাঁদের ব্যক্তিগত রকেট এবং মহাকাশ যান ব্যবহার করে অন্তরীক্ষ ভ্রমণ করেছেন। ডাঃ মাসরানী জানান, এর আগে নাসা এবং রাশিয়ান স্পেস এজেন্সি পর্যটকদের নিয়ে মহাকাশ সফর করাতো। কিন্তু সেই প্রক্রিয়া ছিল জটিল। ১৯৯৮ সালে রাশিয়ার সোয়ুজ মহাকাশযান মার্কিন কোটিপতি রিচার্ড গ্যারিয়টকে নিয়ে প্রথম মহাকাশ পর্যটন শুরু করে। কিন্তু বর্তমানে নাসা এবং রুশ সংস্থা,  মহাকাশ পর্যটন বন্ধ করে দিয়েছে।  

বর্তমানে শিল্পপতিরা ব্যক্তিগত উদ্যোগে মহাকাশ সফর করতে পারেন। আর এই ধারণা থেকে মহাকাশ পর্যটন নিয়ে নতুনভাবে ভাবনা-চিন্তা শুরু হয়েছে। অ্যামাজন ২০০০ সালে ব্লু-অরিজিন নামে একটি সংস্থা তৈরি করে। ওই সংস্থা ২০-এ জুলাই চার পর্যটককে নিয়ে সফলভাবে মহাকাশ ভ্রমণ করেছে। মার্কিন নভযান নির্মাণ সংস্থা স্পেসএক্স ড্রাগন মহাকাশযান তৈরি করে যা বর্তমানে নাসার নভোচারীরা ব্যবহার করে। টেসলা কোম্পানীর অধীনস্থ স্পেসএক্স এখন পরিকল্পনা করছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তারা ১০ দিনের একটি ভ্রমণের ব্যবস্থা করবে।   

ডাঃ মাসরানী আরও জানান, পৃথিবীর খুব কাছে থার্মোস্ফিয়ারে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রটি অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা, রাশিয়ার রসকোসমস, জাপানের জ্যাকসা, ইউরোপের ইএসএ এবং কানাডার সিএসএ যৌথভাবে এই কেন্দ্রটি তৈরি করে। বক্তৃতায় এ ধরণের ভ্রমণের বিভিন্ন ঝুঁকি, সচেতনতা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ডাঃ মাসরানী জানান, মহাকাশ ভ্রমণের পর মানুষের শরীরে এবং স্নায়ুতে বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে।  

নেহেরু সায়েন্স সেন্টার দেশের পশ্চিমাঞ্চলের ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় কেন্দ্র। এখানে ছাত্রছাত্রীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পান। এই কেন্দ্রটি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের বিজ্ঞান কেন্দ্র ও সংগ্রহশালার নিয়ামক সংস্থা বিজ্ঞান সংগ্রহশালাগুলির জাতীয় পরিষদ পরিচালনা করে ।  

 

CG/CB/NS



(Release ID: 1740114) Visitor Counter : 127


Read this release in: Marathi , English , Hindi