প্রতিরক্ষামন্ত্রক
ড্রোন প্রতিরোধী ব্যবস্থাপনা
Posted On:
28 JUL 2021 5:07PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৮শে জুলাই, ২০২১
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন ( ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন-ডিআরডিও) শত্রুপক্ষের ড্রোন হামলা আটকানোর জন্য একটি ড্রোন প্রতিরোধী ব্যবস্থাপনা উদ্ভাবন করেছে। সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে উদ্ভাবিত এই ড্রোন শত্রুপক্ষের ড্রোন হামলা আটকাতে পারবে। এছাড়া শত্রুপক্ষের ড্রোনের সিগন্যাল আটকাতে সফট স্কিল ও ড্রোন ধ্বংস করার জন্য লেজার ভিত্তিক প্রযুক্তি বা হার্ড স্কিল এই ব্যবস্থাপনায় রয়েছে। সশস্ত্র বাহিনী সহ অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলিকে এই প্রযুক্তি দেখানো হয়েছে।
বর্তমানে ডিআরডিও এই প্রযুক্তি মেসার্স বিইএলকে হস্তান্তরিত করেছে। আরো কয়েকটি সংস্থাকে হস্তান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে ।
লোকসভায় আজ শ্রীমতী কেশরী দেবী প্যাটেল এবং শ্রী কনকমাল কাটারিয়ার প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট।
CG/CB/
(Release ID: 1740063)
Visitor Counter : 212