নারীওশিশুবিকাশমন্ত্রক

হিংসায় ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য ২৪/৭ হেল্পলাইনের সূচনা করেছেন মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানি

Posted On: 27 JUL 2021 6:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২১

সারা দেশে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার মানোন্নয়নে এবং মহিলাদের সার্বিক কল্যাণে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার সঙ্গে সঙ্গতি রেখে মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি আজ জাতীয় মহিলা কমিশনের দিবারাত্রি ২৪/৭ সহায়তা নম্বরের (7827170170) সূচনা করেছেন। এই হেল্পলাইন নম্বর চালু করার উদ্দেশ্যই হ’ল হিংসার শিকার মহিলাদের দিবারাত্রি সহায়তা দেওয়া এবং সাহায্যের জন্য পুলিশ, হাসপাতাল, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, মনস্তাত্বিক পরিষেবা প্রভৃতি সুবিধা পৌঁছে দেওয়া।
ভার্চ্যুয়াল পদ্ধতিতে হেল্পলাইন নম্বরের সূচনা করে শ্রীমতী ইরানি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য জাতীয় মহিলা কমিশনের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, ডিজিটাল এই হেল্পলাইনের মাধ্যমে মহিলাদের কাছে একটি বার্তা যাবে। এই বার্তায় যখনই তাঁদের সহায়তার প্রয়োজন পড়বে, তখনই সরকার ও কমিশন তাঁদের পাশে দাঁড়াবে। মহামারীর সময়, বিশেষভাবে মহিলাদের সাহায্যের জন্য শ্রীমতী ইরানি কমিশনের অসামান্য প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় মহিলা কমিশন এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের অংশীদারিত্ব দুর্দশাগ্রস্ত মহিলাদের সহায়তায় সবরকম সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুদূরপ্রসারী ভূমিকা নেবে।
এই উপলক্ষে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতী রেখা শর্মা বলেন, এই হেল্পলাইন নম্বর চালু হওয়ার ফলে কমিশনের বর্তমানে চালু অভিযোগ দাখিল ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এমনকি, এই হেল্পলাইনের মাধ্যমে হিংসার শিকার মহিলাদের কাছে সহায়তা ও মনস্তাত্বিক পরামর্শ সময় মতো পৌঁছে দেওয়া সম্ভব হবে।
দিবারাত্রি ২৪ ঘণ্টা সচল এরকম হেল্পলাইন নম্বর চালু করার উদ্দেশ্য হ’ল – হিংসার শিকার মহিলাদের যাবতীয় সাহায্য প্রদান করা এবং তাঁদের কাছে পুলিশ, হাসপাতাল, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, মনস্তাত্বিক পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়া। প্রশিক্ষিত বিশেষজ্ঞদের নিয়ে একটি দল এই হেল্পলাইন নম্বর অপারেট করবে। ১৮ বছর বা তার বেশি বয়সী যে কোনও মে বা মহিলা এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে সহায়তা চাইতে পারেন।
উল্লেখ করা যেতে পারে, দেশে মহিলা অধিকার সুরক্ষা, মহিলাদের কল্যাণ ও তাঁদের সঙ্গে যুক্ত বিভিন্ন অভিযোগের তদারককারী বিধিবদ্ধ সংস্থা হিসাবে জাতীয় মহিলা কমিশন কাজ করে থাকে। কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের সঙ্গে সহযোগিতায় এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বর চালু করার উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব শ্রী ইন্দিবর পান্ডে, জাতীয় মহিলা কমিশনের সদস্য শ্রী বিনয় ঠাকুর প্রমুখ ভার্চ্যুয়াল পদ্ধতিতে যোগ দেন।

CG/BD/SB



(Release ID: 1739582) Visitor Counter : 424


Read this release in: English