স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ সংক্রান্ত মৃত্যুর হার : গুজব বনাম প্রকৃত তথ্য
Posted On:
27 JUL 2021 5:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ জুলাই, ২০২১
সম্প্রতি মেডরক্সিভ একটি সমীক্ষার তথ্য আপলোড করেছে। সেখানে অভিযোগ করা হয়েছে যে ভারতে কোভিড-১৯ –এর দুটি ঢেউয়ের জেরে কমপক্ষে ২৭ থেকে ৩৩ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। এমনকি ৩টি বিভিন্ন তথ্য উদ্ধৃতি করে বর্তমানে যা মৃত্যুর হার দেখানো হয়েছে তার চেয়ে কমপক্ষে ২৭ শতাংশ অতিরিক্ত মৃত্যুর ইঙ্গিত করা হয়েছে। এবিষয়ে কিছু সংবাদমাধ্যমে প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। এমনকি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতে সরকারিভাবে কোভিডে মৃত্যুর হার যা দেখানো হয়েছে প্রকৃত পক্ষে তার চেয়ে প্রায় ৭ থেকে ৮ গুণ বেশি মানুষের মৃ্ত্যু হয়েছে। এই অতিরিক্ত মৃত্যুর বেশিরভাগই কোভিড-১৯ –এর কারণে হয়েছে বলে জানানো হয়েছে। এই ধরণের প্রতিবেদন সম্পূর্ণ ভুল, অসঙ্গতিপূর্ণ এবং মিথ্যে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে কোভিড তথ্য পরিচালনার ক্ষেত্রে সরকার স্বচ্ছতার সঙ্গে সকল বিষয় প্রকাশ করেছে। সরকারি ব্যবস্থাপনায় কোভিড-১৯ সংক্রান্ত সমস্ত মৃত্যুর রেকর্ড নথিভুক্ত রয়েছে। এমনকি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিরবিচ্ছিন্নভাবে এই ব্যবস্থাপনায় তথ্য আপলোড করতে বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একাধিকবার ভিডিও কনফারেন্স এবং কেন্দ্রীয় দল পাঠানোর মাধ্যমে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড সংক্রান্ত মৃত্যুর তথ্য নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় নথিভুক্ত করার জন্য পরামর্শ দিয়েছে। রাজ্যের আওতাভুক্ত হাসপাতালে পুরোপুরি নজরদারি চালানোর জন্য পরামর্শও দেওয়া হয়েছে। হাসপাতালে যাতে কোনো মৃত্যুর ঘটনা নজর এড়িয়ে না যায় তা দেখার জন্যও বলা হয়েছে। গত বছর মে মাসে প্রথম দিকে এই কোভিড সংক্রান্ত মৃত্যুর সংখ্যায় অসংগতি বা বিভ্রান্তি এড়ানোর জন্য ভারতীয় মে়ডিকেল রিসার্চ কাউন্সিল ভারতে কোভিড-১৯ সম্পর্কিত মৃত্যুর তথ্য যথাযথ নথিভুক্তিকরণের জন্য একটি নির্দেশিকা জারি করে। দেশে দ্বিতীয় ঢেউ যখন শীর্ষে উঠেছিল, তখন মন্ত্রকের পক্ষ থেকে কোভিড চিকিৎসায় যথাযথ ব্যবস্থাপনা এবং করোনা সংক্রান্ত মৃত্যুর সঠিক তথ্য নথিভুক্তিকরণের জন্য উদ্যোগও নেওয়া হয়। তাই এই ধরণের প্রতিবেদন প্রকাশের আগে সুনির্দিষ্ট সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করা উচিত।
CG/SS/SKD
(Release ID: 1739557)
Visitor Counter : 293