প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং তাজিকিস্তানে এসসিও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন

Posted On: 27 JUL 2021 5:24PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৭ জুলাই, ২০২১

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা সাংহাই সহযোগী সংস্থা (এসসিও)এর সদস্য দেশগুলির মধ্যে আয়োজিত প্রতিরক্ষা মন্ত্রীদের ২৭-২৯ জুলাই বার্ষিক বৈঠকে যোগ দিতে তাজিকিস্তানের দুশানবে সফরে রওনা হয়েছেন। এই বার্ষিক বৈঠকে এসসিও সদস্য দেশগুলির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। শ্রী রাজনাথ সিং আগামীকাল (২৮ জুলাই) এই বৈঠকে যোগ দেবেন।
এই সফরে প্রতিরক্ষা মন্ত্রী তাজিকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল শেরালি মিরজোর সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।
এটি উল্লেখযোগ্য যে এ বছর এসসিও-এর সভাপতিত্বের দায়িত্বে রয়েছে তাজিকিস্তান। এরই অঙ্গ হিসেবে এসসিও সদস্যভুক্ত দেশগুলির মন্ত্রীপরিষদ ও আধিকারিক পর্যায়ে একাধিক বৈঠকের আয়োজন করা হয়েছে।

CG/ SS/NS


(Release ID: 1739523) Visitor Counter : 212


Read this release in: English