যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
ভারতে ফিরে আসার পর মীরাবাই চানুকে বিশেষ ভাবে স্বাগত জানানো হয়েছে
Posted On:
26 JUL 2021 8:34AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬শে জুলাই, ২০২১
টপস কর্মসূচী আমাদের ক্রীড়াবিদদের বিকাশ এবং ভারতের পদক প্রাপ্তির আশাকে উৎসাহিত করতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে “চানুর সাফল্যের মাধ্যমে তা বোঝা গেছে ” : ক্রীড়ামন্ত্রী
“সরকার যেভাবে সব দিক থেকে আমাকে সাহায্য করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। এই সাহায্য না পেলে আমার অলিম্পিকে পদক প্রাপ্তি সম্ভব হতো না, “: শ্রীমতী মীরাবাই চানু
টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক জয়ী সাইখোম মীরাবাই চানু এবং তাঁর কোচ বিজয় শর্মা আজ সন্ধ্যায় দেশে ফিরে এসেছেন।দেশে পৌছানোর পর তাদের বিশেষভাবে সম্মান জানানো হয়। এর পর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর তাঁর বাসভবনে এদের সম্বর্ধনা জানান। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু, পর্যটন, সংস্কৃতি ও উত্তর – পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি. কিষাণ রেড্ডি, বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ ও আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল এবং যুব কল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চানু পয়লা মে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের জন্য যান। সেখান থেকে তিনি অলিম্পিকে অংশ নিতে টোকিও যান। এরপর মহিলাদের ৪৯ কেজি ভারোত্তলনে রৌপ পদক জিতে তিনি দেশে ফিরে এলেন।
আবেগাপ্লুত চানু জানান, তাঁর স্বপ্নপূরণ হয়েছে। বহু বছর ধরে প্রশিক্ষণ নেওয়ার পর তিনি সাফল্য অর্জন করেছেন। সরকারের সময়োচিত সাহায্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে দু’বার সফর কর্মসূচির জন্য চানু, সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কীম বা টপ যোজনার মাধ্যমে তাঁর পদক প্রাপ্তি নিশ্চিত হয়েছে।
শ্রী অনুরাগ সিং ঠাকুর, চানুকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর বিজয় আসলে ১৩০ কোটি ভারতবাসীর জয়। টোকিওতে পদক প্রাপ্তির অনুষ্ঠানে যখন ভারতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়, সেই মুহুর্তে গোটা দেশ গর্ববোধ করেছে। অলিম্পিকের ইতিহাসে প্রথম দিন ভারতের পদক প্রাপ্তি এর আগে কখনও হয় নি। মোদী সরকার, ক্রীড়া প্রতিভাদের সব রকমের সাহায্য করবে বলে তিনি জানিয়েছেন।
আইন ও বিচার মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু বলেন, টোকিও যাওয়ার আগে যখন তিনি চানুর সঙ্গে কথা বলেন, সেই সময় চানু দেশের জন্য পদক নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর তিনি কথা রেখেছেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিষাণ রেড্ডি বলেন, আমাদের মেয়েরা যখন মা ভারতীকে গর্বিত করে তোলেন, তখন তিনি নিজেও গর্ববোধ করেন। ভিক্ট্রি স্ট্যান্ডে রৌপ পদক নিজের গলায় পরার সময় মীরাবাই প্রতিটি ভারতীয়র হৃদয় জয় করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল শ্রীমতী চানুকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর সাফল্য দেশকে অনুপ্রাণিত করবে। শ্রী নিশীথ প্রামাণিক বলেন, বহু বছরের কঠোর পরিশ্রম এবং প্রস্তুতির ফল এই পদক প্রাপ্তি। বৃহৎ মঞ্চে তিনি যখন ভারোত্তলনের সফল হয়ে পদক জয় করেন, সেটি তখন ১৩৫ কোটি ভারতবাসীর কাছে গর্বের কারণ হয়ে দাঁড়ায়।
CG/CB/SFS
(Release ID: 1739309)
Visitor Counter : 213