সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

আধুনিক বাস টার্মিনাল

Posted On: 26 JUL 2021 6:12PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৬শে জুলাই, ২০২১

সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে “বিওটি-র মাধ্যমে বাস পোর্ট (টার্মিনাল) –এর উন্নয়ন” শীর্ষক একটি প্রকল্প তৈরি করেছে। এই প্রকল্পে বিওটির মাধ্যমে অর্থাৎ বিল্ড, অপারেট, ট্রান্সফার প্রক্রিয়ায় বাস টার্মিনাল বা পোর্ট করতে চাইলে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলে বিওটি/এইচএএমের মাধ্যমে বাস টার্মিনাল করতে চাইলে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্যর ব্যবস্থা করা হয়। তবে এই প্রকল্পের পরিবর্তিত নীতি নির্দেশিকা ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে। যেখানে কেন্দ্রর ভায়াবিলিটি গ্যাপ ফান্ড বা কার্যকর ঘাটতি তহবিল থেকে সাহায্য করার সংস্থান থাকছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতীন গড়করি।

CG/CB


(Release ID: 1739162)
Read this release in: English